সস্তায় ভাল প্রিপেড প্ল্যান বললে প্রথমে রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়ার নামই মাথায় আসে। তবে এখন বিএসএনএলও পিছিয়ে নেই। বিএসএনএলেরও এমন কিছু সাশ্রয়ী প্ল্যান রয়েছে, যা কোনও বেসরকারি টেলিকম সংস্থার ন💙েই। আজ বিএসএনএলের সেরকমই এক প্ল্যানের বিষয়ে জানতে পারবেন। এই প্ল্যানে মাত্র ৯৭ টাকার রিচার্জেই পাবেন আকর্ষণীয় সুবিধা।
বিএসএনএল-এর ৯৭ টাকার প্ল্যান
১০০𓄧 টাকারও কমে বিএসএনএলের কয়েকটি প্রিপেইড প্ল্যান আছে। এটি তার মধ্যে অন্যতম। ৯৭ টাকার এই প্ল্যানের মেয়াদ ১৮ দিন। এতে গ্রাহকদের প্রতিদিন ২ জিবি করে ডেটা দেওয়া হবে। অর্থাত্, মোট ৩৬ জিবি ডেটা পাবেন।
এর পাশাপাশি সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং দিনে ১০০টি এসএমএস করতে পারবেন। এছাড়া লোকধুন অ্♒ꦏযাপের ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।
এই একই টাকায় অন্য সংস্থার কী কী প্ল্যান আছে?
রিলায়েন্স জিয়ো
জিয়োর ৯৮ টাকার প্রিপেইড প্ল্যান আছে।
মেয়াদ : ১৪ দিন
ডেটা : দিনে ১.৫ জিবি
আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএꦰস এবং জিয়ো অ্যাপসের ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।
এয়ারটেল
এয়ারটেলেরও ৯৮ টাকার প্রিপেড প্ল্যান রয়েছে,
মোট ১২ জিবি ডেটা পাবেন। এতে কল𝓡িং বা এসএমএস-এর সুবিধা নেই। এর মেয়া𒁏দ অ্যাকটিভ প্ল্যানের উপর নির্ভর করে।