গত কয়েক মাসে হোয়াটসঅ্যাপে প্রচুর স্ক্যাম কল রিপোর্ট হয়েছে। আর তার ফলে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। এমন পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ কর্তাদের উদ্দেশে নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। যে টেলিকম ক্যারিয়ারগুলি ব্যবহার করে এই ধরনের প্রতারণামূলক অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল তার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে মিলেছে এই খবর। আরও পড়ুন: WhatsApp-এ এই🐲 মেসেজটি এলে সাবধান! ক্লিক করলেই ফোনের বারোটা বাꦕজবে
'ভারতের ভিতরের লোকেরাই সাইবার জালিয়াতি করার জন্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে বিদেশের ফোন নম্বর ব্যবহার করছে। এই বিষয়টি নজরে এসেছে। তার প্রেক্ষিতেই কোন কোন ট🗹েলিকম ক্যারিয়ারের ব্যবহার করা হচ্ছে, সেই বিষয়ে একটি রিপোর্ট শেয়ার করতে নির্দেশ দেওয়া হয়েছে,' নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক এমনটাই জানিয়েছেন।
হোয়াটসঅ্যাপের রিপোর্টের উপর ভিত্তি করে আইটি মন্ত্রক সেই টেলিকম ক্যারিয়ারের ফোন নম্বরগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বলে মনে করা হচ্ছে। হোয়াটসঅ্যাপ সরকারের সঙ্গে এই রিপোর্ট শেয়ার করতে রাজি হয়েছে বলে জানা গিয়েছে। অনেক দেশেই ব্যবহারকারীদের ফোন নম্বর ইস্যু করার জন্য KYC-র কোনও কঠোর নীতি নেই। ফলে কে, কেন, কীভাবে ফোন নম্বর নিচ্ছে, 🐈তা জানা যায় না। অপরাধমূলক কাজে ট্র্যাক করারও কোনও উপায় থাকে না।
হোয়াটসঅ্যাপ এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। প্রতারকদের হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মের অপব্যবহারের ভিত্তিতে, সরকার হোয়াটসঅ্যাপকে এই নোটিশ পাঠিয়েছে। তার প্রেক্ষিতে WhatsApp জানিয়েছে. আন্তর্জাতিক স্ক্যাম কল অন্তত ৫০ শতাংশ কমানো হবে। এর জন্য তারা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং (AI/ML) সিস্টেমের প্রয়োগ করছে। ইতিমধ্যেই সেই কারণে স্ক্যাম কলের সংখ্যা কমে গিয়েছে বলে দাবি হোয়াটসঅ্যাপে। আর🌠ও পড়ুন: অচেনা, বিদেশি নম্বর থেকে ফোন পাচ্ছেন অনেকেই! ‘কমবে,’ বলছে Whats♍App
আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছিলেন, আইটি মন্ত্রক টেলিকম বিভাগের সঙ্গে কাজ করবে। অন্তত যাতে এই ধরনের ভুয়ো নম্বরগুলি ভারতে ব্লক করা যায়, সেꦑই বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক