সস্তায় ব্রডব্যান্ড প্ল্যান এখন সবার প্রয়োজন। কারণ এখন ইন্টারনেটেই সব। সেটা পড়াশোনা হোক, চাকরি হোক বা বিনোদন। আর তার জন্য প্রয়োজন দ্রুত গতির অঢেল ডেটা। স্মার্টফোনে রিচার্জ করে অত বেশি ডেটা পাওয়া এখনও অসম্ভব।তাই একমাত্র পথ ব্রডব্যান্ডই। কিন্তু খরচের কথা ভেবে অনেকে পিছিয়ে আসেন। ব্যাপারটা কিন্তু একেবারেই সেরকম নয়। অনেক কম টাকাতেও দুর্দান্ত স্পিডের ব্রডব্যান্ড প্ল্যান পাবেন। আপনাদের সুবিধার জন্য রইল সেই তালিকা। খরচ স্মার্টফোনের প্ল্যানের মতো, এমনকি তার থেকেও সস্তা। Jio, Airtel এবং BSNL-এর সস্তার প্ল্যানের বিষয়ে রইল বিশদে। Jio-র ৩৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যানএটি Jio-র সবচেয়ে সস্তার ব্রডব্যান্ড প্ল্যান।৩০ দিনের ভ্যালিডিটি।এই প্ল্যানে ৩.৩ TB অর্থাৎ ৩৩০০ জিবি ডেটা পাবেন।হাই-স্পিড ইন্টারনেট ডেটা-সহ এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও রয়েছে।Jio-র বেশ কিছু পরিষেবার বিনামূল্যে অ্যাক্সেসও পাবেন।Airtel Xstream ৪৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যানAirtel-এর এই প্ল্যানটি সবচেয়ে সাশ্রয়ী প্ল্যান।40 Mbps গতিতে আনলিমিটেড ডেটা পাবেন।সারা দেশে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং পাবেন।৩০ দিনের ভ্যালিডিটি।এর পাশাপাশি এয়ারটেলের স্ট্রিমিং সার্ভিসেরও সাবস্ক্রিপশান পাবেন।BSNL-এর ৪৪৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যানএই প্ল্যানে আপনি 30Mbps গতিতে ৩৩০০ জিবি ডেটা পাবেন।ডেটা সীমা শেষ হওয়ার পরে গতি 2Mbps-এ নেমে আসবে।সারা দেশে যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং পাবেন।তবে BSNL-এর এই প্ল্যানে কোনও OTT সাবস্ক্রিপশন পাবেন না। ব্যাস। এবার আপনার প্রয়োজন ও পছন্দ মতো ব্রডব্যান্ড প্ল্যান বেছে নিন। সঙ্গে একটি ওয়াইফাই রাউটার লাগিয়ে নিয়ে অসংখ্য ডিভাইসে ব্যবহার করতে পারবেন।