বর্তমানে রিলায়েন্স জিওফাইবার দেশের অন্যতম জনপ্রিয় ব্রডব্যান্ড। খুব কম সময়ে, JioFiber অনেক বেশি গ্রাহকদের বেস তৈরি করেছে। আর তার মূল ইউএসপি তিনটে। দ্রুত পরিষেবা, সস্তার প্ল্যান ও বিপুল মার্কেটিং।এই প্রতিবেদনে রিলায়েন্স জিও ফাইবারের সবচেয়ে সস্তার প্ল্যান নিয়ে আলোচনা করা হবে। তাই কম বাজেটে দ্রুত ইন্টারনেট সংযোগ চাইলে জিও-র এই প্ল্যানটি অবশ্যই মাথায় রাখুন।Reliance JioFiber-এর সবচেয়ে সস্তার প্ল্যান :মাত্র ১৯৯ টাকায় ১০০০ জিবি অর্থাত্ ১ টিবি ডেটা পাবেন এই প্ল্যানে। প্ল্যানের মোট মেয়াদ ৭ দিন।এই প্ল্যানেই পাবেন Jio Fiber-এর ল্যান্ডলাইন পরিষেবা। তাতে সীমাহীন ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন।এক্ষেত্রে মনে রাখবেন, জিএসটি আলাদা করে নেওয়া হবে। অর্থাত্ ১৯৯ টাকার পরিকল্পনার দাম ২৩৪.৮২ টাকায় দাঁড়াবে।কাঁদের জন্য এই প্ল্যান শ্রেয়?অনেকেই ফোনেই ইন্টারনেটের কাজ সারেন। কিন্তু মাঝে মাঝে অনলাইন ক্লাস বা ওয়েব সিরিজ দেখার জন্য দৈনিক ইন্টারনেট যথেষ্ট হয় না। আবার বড় কোনও গেম ডাউনলোড করতে গেলেও বেশি নেটের প্রয়োজন হতে পারে।সেক্ষেত্রে এক সপ্তাহের জন্য এই ডেটা প্ল্যানে রিচার্জ করে নেওয়া যেতে পারে। ওয়াইফাই-এর মাধ্যমে ফোন তো বটেই, কম্পিউটারেও যথেচ্ছ ইন্টারনেট ব্যবহার করা যাবে।