আপনি কি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন? সেক্ষেত্রে ৩৬টি অ্যাপের বিষয়ে আপনার এখনই সাবধান হতে হবে। কারণ এই অ্যাপগুলি আপনার ফোনে থাকলে তার থেকে আপনার ডেটার প্রাইভেসি এবং নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। এই অ্যাপগুলির মাধ্যমে আপনার ব্যাঙ্কের তথ্যাদি এবং অন্য গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া হতে পারে। গুগল প্লে স্টোর ইতিমধ্যেই এই ৩৬টি অ্যাপের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করেছে। তাদের নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। McAfee এক ব্লগ পোস্টের মাধ্যমে জানিয়েছে, 'এই ভাইরাস সংক্রামিত অ্যাপগুলি বিভিন্ন অ্যাপ স্টোর থেকে ফোনে ফোনে ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত এই অ্যাপগুলি সব মিলিয়ে ১০ কোটি বারেরও বেশি ডাউনলোড হয়েছে গুগল প্লে স্টোর মারফত। এছাড়াও কোরিয়ার ONE স্টোরে এই অ্যাপগুলির সব মিলিয়ে প্রায় ৮০ লক্ষ বার ডাউনলোড হয়েছে।' আরও পড়ুন: Madagascar Scam: এই নম্বর থেকে ফোন এলে ভুলেও কল ব্যাক করবেন না! হাজার-হাজার টাকা গচ্চা যাবে
ব্লগ পোস্টে বলা হয়💫েছে, McAfee-র মোবাইল রিসার্চ টিম Goldoson 🌞নামে এক সফটওয়্যার লাইব্রেরির হদিশ পেয়েছে। এর মাধ্যমে নাকি ব্যবহারকারীর ফোনের অ্যাপ্লিকেশনগুলির তালিকা হাতিয়ে নেওয়া হয়। সেই সঙ্গে Wi-Fi ও ব্লুটুথ ব্যবহারের ইতিহাস হাতিয়ে নেওয়া হয়। ডিভাইসের তথ্য চুরি করা হয়। নিকটবর্তী GPS লোকেশনও ফাঁস হয়। আরও বড় বিষয়টি হল, এই লাইব্রেরির মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে, আপনার অজান্তেই অ্যাপে ক্লিক করা হয়। ফলে নিরাপত্তা বিঘ্নিত তো হবেই, সেই সঙ্গে আপনার ফোনের ডেটা, ব্যাটারির দেদার খরচ হবে। ফোন স্লো হয়ে যাবে।
তবে শুধুমাত্র এই ৩৬টি অ্যাপই নয়। সব মিলিয়ে প্র🍸ায় ৬০টিরও বেশি অ্যাপের কথা জানিয়েছে ম্যাকাফি। সেগুলির মধ্যে এই থার্ড-পার্টি লাইব্রেরি রয়েছে।
গ🐼ুগল ইতিমধ্যেই এই বিষয়ে সতর্ক হয়েছে। ডেভেলপারদের জন্য নির্দেশিকা পেশ করেছে গুগল প্লে স্টোর। মোট ২৭টি অ্যাপকে আপডেট করা হয়েছে। অন্যদিকে বাকি ৩৬টি অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে গুগল প্লে স্টোর। ফলে আপনার ফোনেও যদি এই ৩৬টি অ্যাপের মধ্যে কোনওটি থেকে থাকে, তাহলে অবশ্যই তা ডিলিট করে দিন।
ঠিক কোন কোন অ্যাপ ডিলিট করবেন? ।
আরও পড়ুন: বাজারে ঘুরꦛছে IRCTC-র ভয়ানক নকল অ্যাপ! আপনার ফোনেও নেই তো?
এই খবরটি🔯 আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App ꧂বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক