আইফোন ১৩ নিয়ে তুমুল উন্মাদনা দেখা দিয়েছে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তিপ্রেমীদের মধ্যে। ভারতীয় বাজারে আইফোন ১৩-র দাম নিয়ে কৌতুহল ছিল অনেকের মধ্যে। জানা গিয়েছে, আইফোন ১৩-র মোট ১৪টটি মডেল আসছে বাজারে। ১৪টি মডেলের দামও আলাদা আলাদা। এর মধ্যে সব থেকে দামি হতে চলেছে আইফোন-১৩ প্রো ম্যাক্স। এই ফোনের মেমরি ১ টিবি। এই সিরিজের ফোনের সবথেকে সস্তা মডেলটি হল আইফোন-১৩ মিনি। এর দাম ৬৯ হাজার ৯০০ টাকা। আইফোন-১৩তে থাকছে রিয়ার টুইন ক্যামেরা। প্রেসসর এ১৫ বায়োনিকের।আইফোন-১৩ প্রো ম্যাক্সের (১২৮ জিবি) দাম ১ লক্ষ ২৯ হাজার ৯০০। আইফোন-১৩ প্রো ম্যাক্স (১ টিবি)-র দাম ১ লক্ষ ৭৯ হাজার ৯০০ টাকা। আইফোন-১৩ প্রো ম্যাক্সের (২৫৬ জিবি) দাম ১ লক্ষ ৩৯ হাজার ৯০০ টাকা। আইফোন-১৩ প্রো ম্যাক্সের (৫১২ জিবি) দাম ১ লক্ষ ৫৯ হাজার ৯০০ টাকা। আইফোন-১৩ প্রো (১ টিবি) দাম ১ লক্ষ ৬৯ হাজার ৯০০। আইফোন-১৩ প্রো (১২৮ জিবি) দাম ১ লক্ষ ১৯ হাজার ৯০০।তাছাড়া আইফোন-১৩ প্রো (২৫৬ জিবি) দাম ১ লক্ষ ২৯ হাজার ৯০০ টাকা। আইফোন-১৩ প্রো (৫১২ জিবি) দাম ১ লক্ষ ৪৯ হাজার ৯০০। আইফোন-১৩ (১২৮ জিবি) দাম ৭৯ হাজার ৯০০। আইফোন-১৩ (২৫৬ জিবি) দাম ৮৯ হাজার ৯০০। আইফোন-১৩ (৫১২ জিবি) দাম ১ লক্ষ ৯ হাজার ৯০০। আইফোন-১৩ মিনি (১২৮ জিবি) দাম ৬৯ হাজার ৯০০। আইফোন-১৩ মিনি (২৫৬ জিবি) দাম ৭৯ হাজার ৯০০। আইফোন-১৩ মিনি (৫১২ জিবি) দাম ৯৯ হাজার ৯০০।এদিকে আইফোন-১৩ লঞ্চ করার পরই দাম কমেছে পুরনো মডেলগুলির। আইফোন-১২, আইফোন-১১ এবং আইফোন এসই (২০২০)-র বিভিন্ন মডেলের দাম প্রায় ৫ হাজার টাকা করে কমেছে।