ফের হুমকির মুখে স্মার্টফোন ব্যবহারকারীরা। এক নতুন ম্যালওয়ারের মাধ্যমে ড🌞েটা চুরির প্রচেষ্টায় রয়েছে হ্যাকাররা। এর মাধ্যমে আপনার ফোনে থাকা গুরুত্বপূর্ণ তথ্য অ্যাক্সেস করা হতে পারে। এমনকি আপনার আর্থিক ক্ষতিও হতে পারে। এই নতুন ম্যালওয়্যারের নাম কী?
এই নয়া ম্যালওয়্যারের নাম Fleckpe। উদ্বেগজনক বিষয়টি হল, ইতিমধ্যেই Google Play Store-এর বেশ কিছু অ্যাপে এর হদিশ মিলেছে। বিশেষজ্ঞদের ধারণা, প্রা ৬০ লক্ষেরও বেশি ব্যবহারকারীর স্মার্টফোনে এই অ্যাপগুলি রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই জনসাধারণের তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আরও পড়ুন: Google Play স্টোরে থাকা ৬০টি জনপ্রিয় অ্যাপে ভয়া𓂃নক ভাইরাস! এখনই সাব💝ধান হন
সাইবার নিরাপত্তা সংস্থা Kaspersky এই ভয়ানক ম্যালওয়ারের সন্ধান পেয়েছে। তারা জানিয়েছে, গত বছর থে🎀কেই এই ম্যালওয়ার সক্রিয় রয়েছে। এটি এখনও পর্যন্ত অনেক ব্যবহারকারীকেই তার 'শিকার' বানিয়েছে।
এই অ্যাপগুলিতে রয়েছে বিপদজনক ম্যালওয়্যার
সাইবার সিকিউরিটি সংস্থা ক্যাসপারস্কাই-এর তালিকা অনুযায়ী এই সংক্রামিত অ্যাপের তালিকায় রয়েছে, HD 4K ওয়ালপেপার, ফিঙ্গারটিপ গ্রাফিটি, মাইক্রোক্লিপ ভিডিও এডিটর, বিউটি ক্যামেরা প্লাস, বিউটি ফটো ক্যামেরা, নাইট মোড ক্যামেরা প্রো, জিআইএফ ক্যামেরা এডিটর প্রো এবং💃 ফটো ইফেক্ট এড꧟িটর।
রিপোর্টে বলা হয়েছে, থাইল্যান্ড, পোল্যান💖্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরের ব্যবহারকারীরা এই ম্যালওয়্যারের কারণে সবচেয়ে বেশি কဣ্ষতিগ্রস্ত হয়েছেন। তাই এখনও যদি এই অ্যাপগুলির মধ্যে কোনওটি আপনার ফোনে উপস্থিত থাকে তবে অবিলম্বে তা আনইনস্টল করুন।
অ্যান্ড্রয়েড ব্যবহারকার করেন? নিরাপদ থাকতে নিচের নিয়মগুলি মেনে চলুন:
১. ম্যালওয়্যার এবং হ্যাকিং এড়ানোর সেꦐরা উপায় একটাই। ফোনে কোনও অ্যাপ ইনস্টল করার সময় সতর্কতা অবলম্বন করুন। মনে রাখবেন আজকাল আর গুগল প্লে স্টোরে আছে বলেই সেই অ্যাপ সম্পূর্ণ নিরাপদ বলে ধরে নেওয়াটা ঠিক হবে না। এমতাবস্থায় ফোনে যেকোনও অ্যাপ ডাউনলোড করার আগে ভালভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন।
২. অ্যাপ ইনস্টল করার সময়ে কী কী পারমিশন, অ্যাকসেস দিচ্ছেন, তা অবশ্যই ভালভাবে পড়ে দেখুন। না দেখে, না জেনেশুনে স♕রাসরি অ্যাপের 𓃲অ্যাকসেস দেবেন না।
৩. শুধুমাত্র জনপ্রিয়, সুপরিচিত অ্যাপ দেখে তবেই ইনস্টল করুন। অচেনা, নতুন অ্যাপ ইনস্টল করার বিষয়ে সাবধান থাকুন। 🍰আরও পড়ুন: যেখানে-সেখানে ফোন চার্জ দেন? সতর্ক করলেন FBI-এর গোয়েন্দারা