অনেক সাধারণ মানুষ ডেটা নিরাপত্তার প্রয়োজনীয়তা এবং ডেটা নিরাপত্তা কী সে বিষয়ে অবগত থাকেন না, সꩲেই জন্য ডেটা বা তথ্য চুরি সংক্রান্ত ঘটনা আজকের দিনে খুব বেশি বৃদ্ধি পাচ্ছে। ডেটা বা তথ্য নিরাপত্তা বলতে বোঝায় আপনার ডিজিটাল তথ্যকে দুর্নীতি বা চুরির হাত থেকে রক্ষা করা। আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে প্রতারকরা আপনার অ্যাকাউন্ট নিমেষেই খালি করে দিতে পারে। বর্তমানে ডিজিটাল পরিষেবা বৃদ্ধির সাথে সাথে বিশ্বব্যাপী সিম কার্ড নিয়ে প্রতারণার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যত বেশি পরিষেবা ডিজিটাল হচ্ছে, তত বেশি সিম কার্ড ব্যাবহার করে পরিচয় পত্র চুরির ঘটনাও ক্রমশ ভাবে বৃদ্ধি পাচ্ছে। যা থেকে একজন ব্যক্তির পরিচয় পত্র সংক্রান্ত জালিয়াতির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে চুরি হওয়া মোবাইল থেকে সিম কার্ড সংগ্রহ করে প্রতারকরা ব্যাক্তিগত তথ্য সংগ্রহ করে থাকে।
অনেক সাধারণ মানুষ ডেটা নিরাপত্তার প্রয়োজনীয়তা এবং ডেটা নিরাপত্তা কী সে বিষয়ে অবগত থাকেন না, সেই জন্য ডেটা বা তথ্য চুরি সংক্রান্ত ঘটনা আজকের দিনে খুব বেশি বৃদ্ধি পাচ্ছে। ডেটা বা তথ্য নিরাপত্তা বলতে বোঝায় আপনার ডিজিটাল তথ্যকে দুর্নীতি বা চুরির হাত থেকে🎃 রক্ষা করা। আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে প্রতারকরা আপনার অ্যাকাউন্ট নিমেষেই খালি করে দিতে পরে, শুধু তাই নয় আপনার নামে ক্রেডিট কার্ড অথবা ব্যাংক অ্যাকাউন্ট খুলে করꦆতে পরে নানান প্রতারণা।
এই সমস্যা থেকে জনসাধারণকে সুরক্ষিত করার জন্য টেলিকমিউনিকেশন বিভাগের সাথে যৌথ উদ্যোগে নতুন এক পদক্ষেপ গ্রহণ করল সরকার। টেলিকম অ্যানালিটিক্স ফর ফ্রড ম্যান🐎েজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন বা TAFCOP নামে একটি ওয়েব পোর্টাল শুরু করল টেলিকমিউনিকেশন বিভাগ। এই পোর্টাল ব্যাবহার করে জনসাধারণ তাদের পরিচয় পত্র ব্যাবহার করে জানতে পারবে যে, তাদের পরিচয়পত্র আইডিতে কতগুলি নম্বর যুক্ত রয়েছে। শুধু তাই নয় এই পোর্টালের মাধ্যমে অজ্ঞাত নম্বর নিষ্ক্রিয়ও করা যাবে। আমাদের মাথায় রাখতে হবে আমাদের নিজেদের সুরক্ষার চাবি কাঠি রয়েছে আমাদের নিজেদের হতে। নিজেদের ব্যাক্তিগত তথ্যের সুরক্ষার ব্যাপারে আমাদের নিজেদের সচেতন হতে হবে এবং সচেতন করতে হবে নিজেদের আপনজনদের।