কয়েক বছর আগে DigiLocker চালু করেছে তথ্য প্রযুক্তি মন্ত্রক(Meity)। এর ফলে এখন ফোনে ডিজিটাল ফরম্যাটে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন এবং অ্যাকাডেমিক মার্কশিট- সব এক স্থানে নিরাপদে রাখার সুবিধা হয়েছে। আধার কার্ডের জন্যও একটি ডেডিকেটেড ডিজিলকার ওয়েবসাইট এবং অ্যাপ থাকলেও এই একই পরিষেবা পাবেন হোয়াটসঅ্যাপ-এও। খুব সহজেই MyGov হেল্পডেস্কের হোয়াটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমে DigiLocker থেকে বিভিন্ন নথি, যেমন আধার কার্ড, প্যান কার্ড ডাউনলোড করা যাবে।অবশ্য শুধু আধার কার্ডই নয়। MyGov হেল্পডেস্কের এই চ্যাটবট ব্যবহার করে, খুব সহজেই যেকোনো অফিসিয়াল নথি ডাউনলোড এবং অ্যাক্সেস করতে পারবেন। এই জাতীয় নথিগুলির মধ্যে আধার কার্ড, প্যান, ড্রাইভিং লাইসেন্স, মার্কশিট এবং আরও অনেক কিছু রয়েছে। অর্থাত্, ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে ডিজিলকারের বদলে, হোয়াটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমেই এই পরিষেবা নিতে পারেন। আধার কার্ড থেকে শুরু করে প্যান এমনকি মার্কশিট পর্যন্ত, সব কিছুই যেকোনও সময় আপনার হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে।হোয়াটসঅ্যাপের মাধ্যমে আধার, প্যান ডাউনলোড করার পদ্ধতি১. ফোনে MyGov HelpDesk-এর নম্বর হিসাবে +91-9013151515 সেভ করুন।২. WhatsApp খুলুন এবং আপনার WhatsApp কনট্যাক্ট লিস্ট রিফ্রেশ করুন।৩. MyGov হেল্পডেস্কের চ্যাট খুলুন। টাইপ করুন 'Namaste' বা, 'Hi'।৪. চ্যাটবটে DigiLocker ও Cowin পরিষেবার মধ্যে বেছে নিতে বলা হবে। 'DigiLocker Services' সিলেক্ট করুন।৫. এরপর আপনার ডিজিলকার অ্যাকাউন্ট আছে কিনা তা জানতে চাইলে 'Yes' ট্যাপ করুন। না থাকলে সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট বা DigiLocker অ্যাপে অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করুন।৬. এরপর DigiLocker অ্যাকাউন্ট লিঙ্ক এবং প্রমাণীকরণের জন্য আধার নম্বর চাওয়া হবে। আধার নম্বরটি লিখুন এবং সেন্ড করুন।৭. রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP পাবেন। চ্যাটবটে সেটি দিন।৮. এরপর একটি তালিকা এসে যাবে। সেখানে আপনার ডিজিলকার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা সমস্ত নথি দেখা যাবে।৯. যে নথি ডাউনলোড করতে চান, তালিকা থেকে তার নম্বরটি টাইপ করে সেন্ড করলেই হবে।১০. এটা করার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট আধার ফরম্যাটে পেয়ে যাবেন। এবার সেটা ডাউনলোড করে নিলেই হল।বারবার বের করতে হয়, এমন নথি- যেমন ড্রাইভিং লাইসেন্সও এইভাবে সেভ করে রাখতে পারেন। প্রয়োজনের সময়ে হোয়াটসঅ্যাপ খুলে বের করে দেখালেই যথেষ্ট।