হোয়াটসঅ্যাপে (WhatsApp) কাউকে মেসেজ পাঠিয়েছেন। তাঁর রিড রিসিপ্ট বন্ধ করা। অর্থাত্ কোনও মেসেজ প্রাপক পড়ার পর যে দুটি নীল টিক আসে, সেটি আসছে না।এক্ষেত্রে তিনি মেসেজ সিন করেছেন কিনা বুঝবেন কী করে? (How to know if someone is ignoring messages if read receipt is turned off on WhatsApp?)সরাসরি জানা না গেলেও ভিন্ন উপায়ে জানতে পারবেন অপর দিকের ব্যক্তিটি আপনার মেসেজ দেখেও উপেক্ষা করছেন কিনা। রইল সহজ পন্থা :1. যাঁকে মেসেজ সেন্ড করতে চান, করুন।2. সেই ব্যক্তির ব্লু টিক বন্ধ আছে কিনা, তা আগের কনভারসেশন থেকেই জেনে যাবেন।3. যদি মেসেজ পাঠানোর পর দেখেন দুটি ধূসর টিক, সেক্ষেত্রে বুঝবেন যে প্রাপকের নেট অন রয়েছে। মেসেজ পৌঁছে গিয়েছে।4. অনেকক্ষণ বাদেও রিপ্লাই না পেলে বুঝতে হবে, হয় তিনি মেসেজটি পড়েছেন, নয় তো পড়েও উপেক্ষা করছেন।5. এ বিষয়ে নিশ্চিত হতে একটি ভয়েস মেসেজ পাঠান।6. বেশি বড় ভয়েস মেসেজ নয়। ১-২ সেকেন্ডের ব্ল্যাঙ্ক মেসেজও পাঠালে চলবে।7. এর কারণ জানেন? টেক্সট মেসেজ সিন করার পরেও টিক ধূসর থাকলেও, ভয়েস মেসেজে নীল টিক আসে। ফলে সহজেই জেনে যাবেন উল্টো দিকের ব্যক্তি মেসেজ দেখেও ইগনোর করছেন কিনা।তবে, এটি বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। গুরুজন বা বিশেষ মানুষটির সঙ্গে যেন করতে যাবেন না!