ঘুমের সময়🐟 হয়েছে। আপনি জানেন এখন ঘুমিয়ে পড়া দরকার। কিন্তু সেই ফেসবুক নিউজফিড স্ক্রল করে চলেছেন। সোশ্যাল মিডিয়ার জম্বি হয়ে গিয়েছি আমরা। ইচ্ছা সত্ত্বেও ফোনটা সময় মജতো রেখে ঘুমিয়ে পড়তে পারি না। কিন্তু এমন যদি হত যে, সময় হলেই ফোন নিজে থেকে অফ?
কিন্তু তাতেও মুশকিল। সকালের অ্যালার্মও তো ফোনেই বাজবে। ফোন অফ হলে তা কীভাবে হবে? সেই মুশকিল আসানই পাবেন আজ। ফোন নিজে থেকেই অন-অফ হবে। আরও পড়ুন: Sleep Hacks: শুয়ে পড়ার অনেক ক্ষণ পরেও ঘু🍎ম আসে না? এপাশ ওপাশ করেন? কী করবেন
অ্যা♓ন্ড্রয়েড ফোনে স্বয়ংক্রিয়ভাবেই ডিভাইস চালু এবং বন্ধ করা যায়। এই ফিচারটি অনেকেই জানেন না।
এর জন্য ধাপে ধাপে নিচের সেটিংসগুলি ফলো করুন:
১. ফোনের সেটিংসে যান।
২. নিচের দিকে স্ক্রোল করꦡুন। সিস্টেম সেটিংস ট্যাব খু♔লুন।
৩🐟. শিডিউল পাওয়ার অন/অফ ꦬবলে একটি অপশন পাবেন। সেখানে ট্যাপ করুন।
৪. এবার সেখানে আপনার প্রয়োজন সময় বেছে নিতে পারেন। কখন ডিভাইস বুট করতে চান, সেই অপশন পেয়ে যাবেন। আরও পড়ুন: Sleep Champion: ঘুমিয়েꩲই ৬ লাখ পুরস💮্কার জিতলেন বাংলার ত্রিপর্ণা…ঘুম ঘুম…
৫. পাওয়ার অফে𒐪র অপশনও পা𒈔বেন। সেটিও আপনার সুবিধা মতো সেট করে দিন।
উদাহরণস্বরূপౠ, আপনি যদি রাত ১১.৩০✱-এ ঘুমোতে চান, সেক্ষেত্রে সেই সময়েই ফোন অফ করার জন্য সেট করুন। অন্যদিকে সকালে অ্যালার্ম ধরুন ৭.৩০-এ। সেক্ষেত্রে ৫ মিনিট আগে, ৭.২৫-এ অন শিডিউল করে রাখতে পারেন।