বাংলা নিউজ > টেকটক > গেমিং, ভিজ্যুয়াল এফেক্ট সেক্টরে জোর কেন্দ্রের, গঠন টাস্ক ফোর্সের
অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্টস, গেমিং এবং কমিক (AVGC) সেক্টরে কোটি কোটি টাকার সম্ভাবনা রয়েছে। দেশে এ বিষয়ে প্রতিভারও অভাব নেই। কিন্তু অভাব বাজার, পরিকাঠামোর। সে নিয়েই এবার উদ্যোগী কেন্দ্রীয় ত𒀰থ্য ও সম্প্রচার মন্ত্রক।
এই ক্ষেত্রে জোর দেওয়ার জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হবে। বাজেট ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই পদক্ষেপ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের। আরও পড়ুন: কোভিশিল্ডের বুস্টার ডোজের🅷 দাম কত পড়বে? ঘোষণা করে দিল সেরাম
'Create in India' এবং 'Brand India'
এই দুই নামেই নয়া উদ্যোগের ব্র্যান্ডিং করার চে♋ষ্টা করছে ভারত। ২০২৫ সাল নাগাদ বিশ্ব বাজারের ৫% ($৪০ বিলিয়ন) দখল করার সম্ভাবনা রয়েছে ভারতের। বার্ষিক প্রায় ২৫-৩০% বৃদ্ধি করার লক্ষ্য তথ্য ও সম্প্রচার মন্ত্রকের।