পাকিস্তানি টিকটকার ইমশা রেহমানের ভাইরাল ভিডিয়োটি এক সপ্তাহেরও বেশি সময় ধরে গুগল সার্চে ট্রেন্ডিং রয়েছে। ভারতে টিকটকের মতো চিনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও রেহমান প্রতিবেশী ভারতসহ দেশগুলিতে উল্লেখযোগ্য সংখ্যক ফলোয়ার সংগ্রহ করেছেন। বেগতিক দেখে ইমশা তাঁর টিকটক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উভয়ই ডিঅ্যাক্টিভ করেছিলেন। তাঁর টিকটক প্রোফাইলের একটি স্ক্রিনশট ব্যাপকভ♑াবে ছড়িয়ে পড়েছে।
ফোকাস এখন আরেক পাকিস্তানি প্রভাবশালী মরিয়ম ফয়সালের দিকে চলে গেছে। ০.৬ মিলিয়ন ফলোয়ার বিশিষ্ট টিকটকার একটি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন। তার একটি অন্তরঙ্গ এমএমএস ভিডিয়ো অনলাইনে ফাঁস হয়ে গেছে। ফয়সালের মতো দেখতে এক নারীকে পুরুষ সঙ্গীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যাচ্ছে এমন এই ভিডিয়োটি এক্স (সাবেক টুইটার) এবং বিভিন্ন হোয়াটসঅ্য🔯াপ গ্রুপে ছড়িয়ে পড়েছে।
এরকম হয়েছিল কানওয়াল আফতাবꦉের সঙ্গে🐭ও। গত সপ্তাহে আফতাবের একটি অশ্লীল ভিডিয়ো অনলাইনে ছড়িয়ে পড়লে ফলোয়ারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। জুলকারনাইন সিকান্দারের স্ত্রী আফতাব প্রায়ই তাদের ছোট মেয়ের সঙ্গে ছবিসহ পারিবারিক মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।
আফতাব ও রেহমান ছাড়াও টিভি সঞ্চালক মাথিরা, টিকটকার মিনাহিল মালিকসহ অন্যান্য পাকিস্তানি ব্যক্তিত্বরাও একই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। বিশেষ করে মাথিরা সোশ্যাল মিডিয়ায় নিজের নাম ও ছবির অপব্যবহার নিয়ে মুখ খুলেছেন এবং অনুগামীদের ভুয়ো কনটেন্ট শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি হতাশা প্রকাশ করে বলেন, 'মানুষ আমার নাম ও ফটোশুটের ছবির অপব্🍸যবহার করছে এবং এতে ভুয়োꦫ জিনিস যুক্ত করছে। প্লিজ লজ্জা পাও!"