স্যামসাং গ্যালাক্সি (Samsu🍒ng galaxy) ফোন নিয়ে সতর্ক করল ভারত সরকার। ফোনের সফটওয়্যারে বেশ কয়েকটি সমস্যা রয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In)। বর্তমানে সারা দেশে স্যামসাং গ্যালাক্সি মডেলের ফোন ব্যবহার করেন লাখো লাখো ব্যক্তি। শুধু পুরনো নয়, নতুন ফোনগুলিতেও একই সমস্যা দেখা দিচ্ছে বলে জানিয়েছে ওই সংস্থা। সার্ট-ইন টিম ১৩ ডিসেম্বর এই সিকিউরিটি অ্যালার্ট (security alert) জারি করেছে।
কী বিপদ লুকিয়ে স্যামসাং গ্যালাক্সি ফোনে?
বেশ কয়েকটি বিপদের কথা বলেছে সার্ট-ইন। প্রাথমিকভাবে Knox features-এর improper access control-এর কথা বলা হয়েছে। ফেসিয়াল রেকগনিশন ফিচারেও বিপদ রয়েছে। যার মাধ্যমে সাইবার হ্যাকাররা ফাঁদ পাততে পারে ফোনে। এআর ইমোজি গ্যালাক্সি ফোনটির অন্যতম বিখ্যাত অ্যাপ। বিপদ রয়েছে সেই অ্যাপের অন্দরেও। পাশাপাশি Knox security software-এ হ্যানশডলিং এররও দেখা গিয়েছে বেশ কিছু। ফোনের সফটওয়্যারের পর সমস্যা দেখা গিয়েছ🍰ে মেমোরিতেও। সিস্টেমের বিভিন্ন অংশে মেমোরি কোরাপশনের ঘটনা দেখতে পেয়েছে সার্ট-ইন। যার ফলে বিভিন্ন ফাইলের সাইজ 𓃲ভুল দেখাচ্ছে ফোনে।
(আরও পড়ুন: সুখবরের পাশাপাশি সমস্যার আশঙ্ক♕া কেরিয়ারে! কর্কট রাশির ২০২৪ কেমন হতে চলেছে)
কোন কোন ভার্সনে বিপদ?
বেশ কয়েকটি সফটওয়্যার ভার্সনে এই সমস্যাগুলি রয়েছে । ♊সার্ট-ইনের তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড ১১,১২,১৩ ও ১৪ ভার্সনে এই সমস্যা দেখা গিয়েছে। ঘটনাচক্রে বাজারে এই চার ধরনের ভার্সনই উপলব্ধ রয়েছে বর্তমানে।&💎nbsp;
কী বিপদ হতে পারে?
এমন ধরনের সমস্যা থাকলে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা সাইবার হ্যাকারদের জন্য খুব সহজ। Knox features-এর সমস্যার কারণে হ্যাকাররা ফোন গুরুতর সিকিউরিটি ফাইলে বিকৃত করে দিতে পারে। পাশাপাশি ফোনে থাকা সিম পিনও চুরি করে নিতে পারে হ্যাকাররা। এই🍒 নিয়ে রীতিমতো সতর্ক করেছে সার্ট-ইন। কারণ সিম পিন পাল্টে গেলে সিম হ্যাক হয়ে যেতে পারে।
(আরও পড়ুন: কেরিয়ারে চ্যালেঞ্জ, স🙈্বাস্থ্যের ঝুঁকিও রয়েছে! ২০২৪𒁏 কেমন কাটবে মিথুন রাশির)
বিপদ এড়াতে কী করবেন?
বিপদ এড়ানোর উপায়ও বাতলে দিয়েছে সার্ট-ইন। অ্যান্ড্রয়েড ভার্সনগুলিকে দ্রুত আপডেট করার নিদান দিয়েছে ভারত সরকারের এই সংস্থা। বলা হয়েছে, প্রথমে স্যামসাং 🃏গ্যালাক্সি ফোনের সেটিংসে গিয়ে নির্দিষ্ট সফটওয়্যার আপডেটটি খুঁজে নিতে। সেখানে ‘চেক ফর নিউ ভার্সন’-এর অপশন রয়েছে। তাতে ট্যাপ করে সফটওয়্যার আপডেট করে নিতে হবে।