কাজের জন্য দৈনিক দু'জিবি ডেটা চাই? তাহলে একাধিক প্ল্যান আছে জিয়োর। যেমন - ৪৪৪ টাকার রিচার্জ প্ল্যান, ৫৯৯ টাকার রিচার্জ প্ল্যান এবং ৬৬৬ টাকার রিচার্জ প্ল্যান। প্রতিটি প্ল্যানেই দৈনিক দু'জিবি ডেটা পাওয়া যায়। একনজরে দেখে নিন, কোন প্ল্যানটি আপনার জন্য ভালো?জিয়োর ৪৪৪ টাকার রিচার্জ প্ল্যান১) দৈনিক দু'জিবি ডেটা পাওয়া যায়। সার্বিকভাবে পাওয়া যায় ১১২ জিবি ডেটা।২) ৫৬ দিনের ভ্যালিডিটি।৩) ডেটার সঙ্গে সব নেটওয়ার্কে বিনামূল্যে ভয়েস কলিংয়ের (ফ্রি ভয়েস কলিং) সুবিধা আছে।৪) JioTv এবং JioCinema-এর মতো অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যায়।৫) দৈনিক ১০০ টি এসএমএস করা যায়।জিয়োর ৫৯৯ টাকার রিচার্জ প্ল্যান১) দৈনিক দু'জিবির সুবিধা পাওয়া যায়। সবমিলিয়ে এই প্ল্যানে মোট ১৬৪ জিবি ডেটা পাওয়া যাবে।২) ৮৪ দিনের ভ্যালিডিটি। ৩) JioTv এবং JioCinema-এর মতো অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যায়।৪) দৈনিক ১০০ টি এসএমএস করা যায়।জিয়োর ৬৬৬ টাকার রিচার্জ প্ল্যান১) দৈনিক দু'জিবির সুবিধা পাওয়া যায়। সবমিলিয়ে এই প্ল্যানে মোট ১১২ জিবি ডেটা পাওয়া যাবে।২) ৫৬ দিনের ভ্যালিডিটি।৩) এক বছর বিনামূল্যে Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে।৪) দৈনিক ১০০ টি এসএমএস করা যায়।কোন প্ল্যানে বেশি লাভবান হবেন?শুধুমাত্র অফিসের কাজে যদি ব্যবহার করতে চান, তাহলে ৪৪৪ টাকা বা ৫৯৯ টাকার রিচার্জ প্ল্যান বেশি কার্যকরী হবে। আবার আপনি যদি Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন চান, তাহলে ৬৬৬ টাকার রিচার্জ করুন।