শোভিত গুপ্তা
রিলায়েন্স জিও এয়ার ফাইবার। প্রতিদিন ১,৫০,০০০ সংযোগ দেওয়ারꦉ টার্গেট। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিট🍬েডের চেয়ারম্যান মুকেশ আম্বানি সোমবার জানিয়েছেন, আগামী ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর পূণ্যলগ্নে জিও এয়ার ফাইবারের সূচনা করা হবে।
ভি়ডিয়ো কনফারেন্সের মাধ্যমে ৪৬ তম বার্ষিক জেনারেল মিটিংয়ে বক্তব্য রাখেন আম্বানি। তিনি জানিয়েꦍছেন, এই জিও এয়ার ফাইবারের মাধ্য়মে আমরা প্রতিদিন ১৫০,০০০ সংযোগ রোজ দিতে পারব।
কোম🌞্পানির দাবি, তাদের কাছে ১০ মিলিয়ন জিও ফাইবার গ্রাহক রয়েছে। তাদের লক্ষ্য হল ২০০ মিলিয়ন গ্রাহকের জায়গায় পৌঁছন।
জিও ফাইবারের খুঁটিনাটি জেনে নিন…
এই জিও ফাইবার আসলে কোনও তার ছাড়াই ফাইবারের মতো স্পিড দিতে পারবে। শুধু আপনাকে সেটা চালু করতে হবে। তাতেই কেল্লাফতে। ক🍒োনও তার টানার ব্যাপার নেই। যাদের বাড়িতে ওয়াইফাই রয়েছে তারাও এটা ব্যবহার করতে পারবেন। কোনও তারের ঝামেলা নেই। বর্তমানে বাড়িতে ওয়াইফাইতে ৫জি থাকে। তবে এবার বাড়িতে বা অফিসে গিগাবিট স্পিডে ইন্টারনেট পেতে পারেন।
এবার সেই জিও ফাইবারের ৫টি পয়েন্ট জেনে নিন
১) জিও ওয়েবসাইটে বলছে, কোনও তার বা কেไবল ছাড়াই এখানে ইন্টারনেট ব্যবহার করা যাবে।
২) শুধু প্লাগ ইন 𓂃করলেই হবে। আর কোনও ঝামেলা নেই। বাড়িতে, অফিসে সর্বত্র ব্যবহার করতে পারবেন।
৩) 🌠প্যান ইন্ডিয়া ৫জি নেটওয়ার্ক ব্যবহার করা হবে এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে।
৪) একেবারে গিগাবিট স্পিডে ইন্টারনেট চলবে বাড়িতে বা অফিসে। ফাইল ডাউনলোড করার জন্য গালে൲ হাত দিয়ে বসে থাকার দিন শেষ।
৫) জিএ ফ☂াইবারের দাবি, প্রত🌌িদিন তারা অন্তত ১৫০,০০০ জনকে কানেকশন দিতে পারবে।
আম্বানি জানিয়েছেন, ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚএবার আমাদের উচ্চাকাঙ্খা আরও উঁচুতে। জিও ৫জি আমাদের দেশের প্রায় ৯৬ শতাংশ সেনসাস টাউন এলাকায় রয়েছে।
এককথায় অন্যান্য ইন্টারনেট সার্ভিস দেওয়া কোম💝্পানির রাতের ঘুম কেড়ে নিতে আসছে ꦕজিও ফাইবার। একেবারে দুর্দান্ত স্পিড।