২৮ এবং ৮৪ দিন মেয়াদী প্রিপেড প্ল্যানের তুলমূল্য বিচারে জিও অন্যান্য টেলিকম সংস্থা থেকে ২০ শতাংশ সস্তা। টেলিকমটক-এর রিপোর্ট অনুযায়ী ২৮ এবং ৮৪ দিন মেয়াদী প্রিপেড প্ল্যানের তুলনা টানলে দেখা যাবে ভোডাফোন-আইডিয়ার, এয়ারটেলের থেকে ৭ থেকে ২০ শতাংশ সস্তা।সম্প্রতি এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া তাদের ৪৯ টাকা মূল্যের এন্ট্রি লেভেল প্রিপেড প্ল্যান বন্ধ করে দিয়েছে। এখন এই দুই সংস্থারই ন্যূতম প্ল্যানের দাম ৭৯ টাকা। আগের ন্যূনতম প্ল্যানের তুলনায় এটি ৬০ শতাংশ দামী।জিও-র ২৮ দিন মেয়াদী সব থেকে সস্তা প্ল্যান ১২৯ টাকার (২ জিবি, ৩০০ এসএমএস)। জিও-র ২৮ দিন মেয়াদী সব থেকে দাম প্ল্যান ৪০১ টাকার (৯০ জিবি)। এছাড়া জিও-র ১৯৯ (প্রতিদিন ১.৫ জিবি করে মোট ৪২ জিবি ডেটা), ২৪৯ (প্রতিদিন ২ জিবি করে মোট ৫৬ জিবি ডেটা), ৩৪৯ (প্রতিদিন ৩ জিবি করে মোট ৮৪ জিবি ডেটা) টাকা মূল্যের রিচার্জ প্ল্যানও রয়েছে।এদিকে জিও-র ৮৪ দিন মেয়াদী সব থেকে সস্তা প্ল্যান ৩২৯ টাকার (৬ জিবি, ১০০০ এসএমএস)। জিও-র ৮৪ দিন মেয়াদী সব থেকে দাম প্ল্যান ৯৯৯ টাকার (২৫২ জিবি, প্রতিদিন ১০০টি করে এসএমএস)। এছাড়া জিও-র ৫৫৫ (১২৬ জিবি ডেটা, প্রতিদিন ১০০টি করে এসএমএস), ৭৭৭ (১৩১ জিবি ডেটা, একবছরের জন্য ডিজনি হটস্টার ফ্রি), ৫৯৯ (১৬৮ জিবি ডেটা) টাকা মূল্যের রিচার্জ প্ল্যানও রয়েছে।