সম্প্রতি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে ভোডাফোন আইডিয়া, জিয়ো এবং এয়ারটেল। তিনটি টেলিকম সংস্থারও এমন রিচার্জ প্ল্যান আছে, যাতে দৈনিক তিন জিবি ডেটা দেওয়া যায়। সেইসঙ্গে Disney+Hotstar-এর সাবস্ক্রিপশন পাওয়া যায়। একনজরে দেখে নিন, কোন সংস্থার প্ল্যান সবথেকে বেশি সস্তা -রিলায়েন্স জিয়োর ৬০১ টাকার প্ল্যান১) প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।২) দৈনিক ৩ জিবি ডেটা পাওয়া যাবে। সঙ্গে বাড়তি ছ'জিবি ডেটা মিলবে। সার্বিকভাবে ৯০ জিবি ডেটা পাওয়া যাবে।৩) দৈনিক বিনামূল্যে ১০০ টি এসএমএস করা যাবে।৪) এক বছরের জন্য বিনামূল্যে Disney+Hotstar-এর সাবস্ক্রিপশন মিলবে। ৫) সেইসঙ্গে বিনামূল্যে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-র সাবস্ক্রিপশন পাওয়া যাবে। ৬) আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা আছে।ভোডাফোন-আইডিয়ার ৫০১ টাকার প্ল্যান১) ২৮ দিনের ভ্যালিডিটি।২) দৈনিক ৩ জিবি ডেটা পাওয়া যায়। সেইসঙ্গে ১৬ জিবি বাড়তি ডেটা মিলবে। সার্বিকভাবে ১০০ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। Binge All Night-র সুবিধা মিলবে। যে বাড়তি ডেটা পড়ে থাকে, তা ব্যবহার করা যাবে। ৩) দিনে বিনামূল্যে ১০০ টি এসএমএস করা যাবে।৪) বিনামূল্যে Disney+Hotstar সাবস্ক্রিপশন মিলবে। এক বছরের সাবস্ক্রিপশন পাবেন।৫) আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন।৬) বিনামূল্যে Vi Movies এবং Vi TV-এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে।এয়ারটেলের ৫৯৯ টাকার প্ল্যান১) ২৮ দিনের ভ্যালিডিটি মিলবে এই প্ল্যানে।২) দৈনিক ৩ জিবি পাওয়া যাবে। মোট ৮৪ জিবি ডেটা পাওয়া যাবে।৩) মোবাইলে এক বছরের জন্য বিনামূল্যে Disney+Hotstar-এর সাবস্ক্রিপশন মিলবে।৪) Wynk Music, Hello Tunes, Amazon Prime Video Mobile Edition Free Trial-র সাবস্ক্রিপশন মিলবে। ৫) আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা মিলবে।৬) বিনামূল্যে ১০০ টি এসএমএস করা যাবে।