Jiofiber Offer: ভারতের বৃহত্তম ফ♑িক্সড লাইন ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা JioFiber। আর তার অন্যতম বড় কারণ কী জানেন? অন্য বেশিরভাগ ব্রডব্যান্ড সংযোগ নিতে হলেই 'ইনস্টলেশন চার্জ' দিতে হয়। JioFiber-এর সংযোগ নিতে কিন্তু সেই খরচ নেই। একবারে ৬ মাসের প্ল্যানে রিচার্জ করে নিলেই যথেষ্ট। আর সেই কারণেই ক্রমেই আরও বেশি গ্রাহকরা জিওফাইবারের সংযো🎶গ নিচ্ছেন।
প্রিপেডের পাশাপাশি পোস্টপেইড প্ল্যানেও বিনা খরচে নতুন সংযোগ বুক করার সুযোগ দিচ্ছে রিলায়েন্স জিও। আরও পড়ুন: ফুলচার্জে চলবে টানা ৮ ঘণ্টা! দীপাবলিতে মাত্র ১৫,৭৯৯ টাক♚া🌸য় ল্যাপটপ Jio-র
বিনামূল্যে ইনস্টলেশন এবং রাউটার দেবে JioFiber
মাসে ৪৯৯ টাকা থেকে প্ল্যান শুরু। JioFiber-এর পোস্টপেইড প্ল্যানে বুকিংয়ের কোনও খরচ নেই। গ্রাহকদের ৩, ৬ বা ১২ মাসের পোস্টপেইড প্ল্যান বেছে নিতে হবে। আর সেটি করলেই তাঁদের আর আলাদা করে ইনস্টলেশনের জন্য টাকা দিতে হবে না। শুধু তাই নয়, রাউটারের জন্যও কোনও টাকা দিতে হবে না। JioFiber-এর পোস্টপেইড প্ল্যানগুলির সবচেয়ে মজার বিষয় হল, এগুলির সঙ্গে OTT (ওভার-দ্য-টপ) অফারও পাবেন। গ্রাহকদের JioFiber পোস্টপেইড প্ল্যানের সঙ্গে OTT-র জন্য মাসে অতিরিক্ত মাত্র ১০০ বা ২০০ টাকা দিতে হবে। এর পাশাপাশি জিওফাইবার থেকে বিনামূল্যে Jio সেট-টপ বক্স (STB) পেয়ে যাবেন। JioFiber পোস্টপেইড সংযোগে ৩০ Mb💖ps থেকে থেকে ১ Gbps পর্যন্ত স্পিড পাবেন। পুরোটাই আপনার প্ল্যানের উপর নির্ভর করছে। যত বেশি দামের প্ল্যান নেবেন, তত বেশি স্পিড পাবেন।
২৮ অক্টোবর পর্যন্তই JioFiber-এর এই অফার
নতুন J🅠ioFiber সংযোগ বুক করলে এবং ৬ মাসের জন্য মাসিক ৫৯৯ বা ৮৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যানে সাবস্ক্রাইব করতে পারেন। সেক্ষেত্রে তাঁরা এই প্ল্যানের অন্যান্য সুবিধার পাশাপাশি দু'টি অতিরিক্ত বেনিফিটও পাবেন। এর মধ্যে রয়েছে ১০০ শতাংশ 'ভ্যালু ব্যাক' এবং ১৫ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি। ২৮ অক্টোবরের মধ্যে বুক করলে তবেই এই অফার পাবেন।
৫৯৯ টাকার JioFiber ব্রডব্যান্ড প্ল্যান
৬ মাসের এই প্ল্যানে ৪,৫০০ টাকার ভাউচার পাবেন। ভাউচারের মাধ্যমে ৪টি ভিন্ন ব্র্যান্ডের অফার পাবেন তার মধ্যে AJIO-র ১,০০০ টাকার ভাউচার, রিলায়েন্স ডিজিটালের ১,০০০ টাকার ভাউচার, NetMeds-এর ১,০০০ টাকার ভাউচার এবং IXIGO-র ১,৫০০ টাকার ভাউচার রয়েছে। প্ল্যানটিতে ৬ মাসের মেয়াদ পাবেন। এর পাশাপাশি ১৫ দিনের অতিরিক্ত ভ্যালিডিটিও পাবেন। এটি Jio-র ৩০Mbps ব্রডব্যান্ড প্ল্যান। এতে ১৪+ OTT অ্যাপ এবং ৫৫০টিরও বেশি অন-ডিমান্ড চ্যানেলের অ্যাক্সেস পাবেন। আরও পড়ুন: Jio, Airtel ও Vi🌞-র এই প্ল্যানে Disney+Hotstar ফ্রি! ফোনেই দেখুন T20 ওয়ার্ল্ড ൩কাপ
৮৯৯ টাকার JioFiber ব্রডব্যান্ড প্ল্যান
৮৯৯ টাকার এই ব্রডব্যান্ড প্ল্যানের মেয়াꩲদ ৬ মাস। ৬,৫০০ টাকার ভাউচার পাবেন। এর মধ্যে রয়েছে AJIO-এর ২,০০০ টাকার ভাউচার, Reliance Digital-এর ১,০০০ টাকার ভাউচার, NetMeds-এর ৫০০ টাকার ভাউচার এবং IXIGO-র ৩,০০০ টাকার ভাউচার। এর পাশাপাশি গ্রাহকরা এই প্যাকের সঙ্গে ১৫ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানে ১০০ Mbps গতি পাবেন। ১৪+ OꦛTT অ্যাপ এবং ৫৫০টিরও বেশি অন-ডিমান্ড চ্যানেলের অ্যাক্সেস পাবেন।