সস্তায় মোবাইল ইন্টারনেট এনে দেশের ডিজিটাল মানচিত্র বদলে দিয়েছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও। এবার জলের দরে গ্রাহকের হাতে ফোর জি ফোন তুলে দিতে চলেছে তারা। যারা দরকার থাকলেও সংকুলান না থাকায় ফোর জি ফোন কিনে উঠতে পারেন না তাদের জন্য জিওর বিশেষ এই ব্যবস্থা মনে করা হচ্ছে। এই অফারে মাত্র ১,৯৯৯ টাকা দিয়ে হাতে পাবেন JioPhone Next 4G স্মার্টফোন।কী ভাবে মাত্র ১,৯৯৯ টাকায় পেতে পারেন JioPhone Next 4Gগত বছর নভেম্বরে লঞ্চ হয়েছে JioPhone Next 4G. বিশেষজ্ঞদের ধারণা ছিল সস্তা এই 4G ফোনের দাম হবে ৫,০০০ টাকার নীচে। কিন্তু বাস্তবে তা হয়নি। ফোনের দাম ৬,৪৯৯ টাকা রেখেছে Jio. আর তাতেই গ্রাহক পেতে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে সংস্থাকে। সেই সমস্যার সমাধানে EMI বান্ডিলে ফোন বিক্রির পরিকল্পনা করেছে Jio. মার্কিন যুক্তরাষ্ট্রে এভাবেই বিক্রি হয় iPhone-সহ একাধিক ফোন।Jio-র তরফে জানানো হয়েছে JioPhone Next 4G পেতে গেলে প্রথমে দিতে হবে ১,৯৯৯ টাকা। তার পর আপনার ডেটা প্ল্যান অনুসারে নির্দিষ্ট সময় পর্যন্ত দিতে হবে EMI. সেজন্য চারটি ডেটা প্ল্যান বান্ডিল বার করেছে Jio.অলওয়েজ অন প্ল্যানে মাসে পাওয়া যাবে ৫ জিবি ডেটা ও ১০০ মিনিট ফ্রি ভয়েস কল। ১৮ মাসে এই প্ল্যানের জন্য প্রতি মাসে দিতে হবে ৩৫০ টাকা করে। ২৪ মাসে প্রতি মাসে দিতে হবে ৩০০ টাকা করে।লার্জ প্ল্যানে প্রতি দিন পাওয়া যবে ১.৫ জিবি করে হাইস্পিড ডেটা, সঙ্গে অফুরন্ত ভয়েস কলিং। সেজন্য ১৮ মাস ধরে প্রতি মাসে দিতে হবে ৫০০ টাকা করে অথবা ২৪ মাস ধরে প্রতি মাসে দিতে হবে ৪৫০ টাকা করে।XL প্ল্যানে প্রতিদিন পাওয়া যাবে ২ জিবি ডেটা, সঙ্গে অফুরান ভয়েস কল। সেজন্য ১৮ মাস ধরে প্রতি মাসে দিতে হবে ৫০০ টাকা করে অথবা ১৮ মাস ধরে প্রতি মাসে দিতে হবে ৪৫০ টাকা করে।XXL প্ল্যানে প্রতি দিন পাওয়া যাবে ২.৫ জিবি করে ডেটা। সেজন্য ১৮ মাস ধরে প্রতি মাসে দিতে হবে ৬০০ টাকা করে অথবা ২৪ মাস ধরে প্রতি মাসে দিতে হবে ৫৫০ টাকা করে।