মন্দার কারণে মোবাইল উত্পাদন ও বিক্রি বন্ধ করল LG । বছরের পর বছর বড় অঙ্কের লোকসানের পর স্মার্টোফোনের ব্যবসা বন্ধ করল দক্ষিণ কဣোরিয়ার সংস্থা।
গত ৬ বছরে প্রায় ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার লোকসান হয়েছে LG-এর মোবꩵাইলের ব্যবসায়। ভারতীয় মুদ্রায় যা ♚প্রায় ৩৩,০১০ কোটি টাকা। ওয়াকিবহাল মহলের মতে, আপাতত ইলেকট্রিক গাড়ির যন্ত্রাদি, স্মার্ট হোম ডিভাইস ইত্যাদি ক্ষেত্রে মনোনিবেশ করতে চাইছে সংস্থা। তাই বিপুল ক্ষতির বোঝা কমাতেই এমন সিদ্ধান্ত।
ভারতে LG-র মোবাইল ফোন সেভাবে বাজার দখল করতে পারেনি কোনওদিনই। তবে, মার্কিন যুক্তরাষ্ট্রে LG-এর ꧒স্মার্টফোনের বিক্রিবাটা মন্দ ছিল না। Apple আর Samsung-এর পরেই সেখানে তৃতীয় স্থানে ছিল LG-র স্মার্টফোন। মার্কিন মুলুকে স্মার্টফোনের বাজারের🙈 ১০%-ই ছিল LG-র দখলে।
শুধু তাই নয়, প্রথমবার আলট্রা ওয়াইড অ্যাꦍঙ্গেল ক্যামেরা এনেও সকলকে চমকে দিয়েছিল LG smarphones। ২০১৩ সালে বিশ্বের অন্যতম বৃহত্ স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা ছিল LG ।
কেন বাজার হারাল LG?
এর পেছনে মূলত সময়ের সঙ্গে দ্রুত আপডেটেড মডেল না আনাকেই দায়ী করছেন টেক-প্রেমীরা। সেই সঙ্গে নিয়মিত সফটওয়্যার আপডেটের অভাব, সফটওয়্যার ও ඣহার্ডওয়্যারে গন্ডগোলকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অনেকেই।
তাছাড়া সঠিকভাব🦂ে ফোনের মার্কেটিং-ও করা হত না, এমনটাই মত বিশেষজ্ঞদের। 𝔉ফলে আমজনতার দৃষ্টি সেভাবে আকর্ষণ করতে পারেনি LG-র স্মার্টফোন।
শেষ র🧸িপোর্ট অনুযায়ী বিশ্বজুড়ে বিক্রি হওয়া প্রতি ১০০টি স্মার্টফোনের মধ্যে গড়ে ২টি LG-র। বড় পুঁজি নিয়ে ব্যবসা করা সংস্থার পক্ষে যা মোটেও সন্তোষজনক নয়।
তাছাড়া বিভিন্ন চিনা ব্র্যান্ডের স্মার্টফোনের আগ্রাসনও এর কারণ। ত🐭াদের সঙ্গে প্রতিযোগিতায় পেরে ওঠেনি LG-এর স্মার্টফোন। ফলে বাজারের দখল নিতে ব্যর্থ হয় সংস্থা।
পু🌞রনো LG স্মার্টফোনে কাস্টমার কেয়ার/সার্ভিস মিলবে?
হ্যাঁ। স্মার্টফোন উত্পাদন বন্ধ হলেও উপভোক্তা 🌼প🐬রিষেবা চালু রাখবে সংস্থা।