গাড়ি না কিনেই চালান। এবার কলকাতাতেও মারুতি সুজুকির এই প্ল্যান। গত ২০২০ সাল থেকে 'সাবস্ক্রিপশন'-এর সুবিধা চালু করেছে মারুতি সুজুকি। HT Auto-র রিপোর্ট অনুযায়ী এবার তা কলকাতায় চালু হচ্ছে।এর বাস্তবায়নে Mahindra Finance-এর Quiklyz-এর সঙ্গে পার্টনারশিপ করেছে মারুতি সুজুকি। এই মডেলে ইতিমধ্যেই ALD, Myles এবং Orix-এর মতো অংশীদার রয়েছে। এর অধীনে গ্রাহকরা গাড়ি না কিনেই নির্দিষ্ট অফারে সাবস্ক্রাইব করতে পারেন।২০২০ সালের জুলাই মাসে Maruti Suzuki এই সাবস্ক্রিপশন-ভিত্তিক মডেল চালু করেছিল। দেশের ২০টি শহরে পাওয়া যায়। কলকাতা সেই তালিকায় সর্বশেষ সংযোজন। সাবস্ক্রিপশন-ভিত্তিক মডেলটি বর্তমানে দিল্লি-এনসিআর, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে, মুম্বাই, চেন্নাই, আহমেদাবাদ, জয়পুর, ইন্দোর, ম্যাঙ্গালোর, মহীশূর এবং এখন কলকাতায় উপলব্ধ।এই প্রোগ্রামে গ্রাহকরা নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে একাধিক মেয়াদের অপশনে গাড়ি নিতে পারেন। এই ভাড়ার মধ্যে গাড়ি ব্যবহারের চার্জ, রেজিস্ট্রেশন চার্জ, রক্ষণাবেক্ষণ, বিমা এবং অন্যান্য পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে। সাদা বা কালো রেজিস্ট্রেশন প্লেট নেওয়া যেতে পারে। মারুতির এরিনা এবং নেক্সা মিলিয়ে মোট ১০টি মডেলে এই সাবস্ক্রিপশন অপশন রয়েছে। মেয়াদ শেষ হয়ে গেলে, গ্রাহক প্ল্যান, মডেল পরিবর্তন করতে পারেন। আবার চাইলে গাড়িটা কিনে নিতেও পারেন। 'আমরা ক্রমাগত আমাদের গ্রাহকদের প্রতিক্রিয়া নিচ্ছি। তার ভিত্তিতে সাবস্ক্রিপশন পরিষেবাগুলিকে আপগ্রেড করে চলেছি। এই কারণেই আমরা এবার কলকাতার মতো নতুন বাজারে Maruti Suzuki সাবস্ক্রিপশন আনলাম ও Mahindra Finance-এর Quiklyz-এর সঙ্গে অংশীদারিত্ব করলাম,' জানালেন মারুতি সুজুকি ইন্ডিয়ার বিপণন ও বিক্রয়ের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, শশাঙ্ক শ্রীবাস্তব।