বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার। গত বছরেই ইন্টারনেট এক্সপ্লোরারের সাপোর্ট বন্ধ করেছিল মাইক্রোসফট। সেই🐻 সময়েই জা🎀নানো হয়েছিল যে উইন্ডোজ-এর ব্রাউজার বন্ধ করার পরিকল্পনা।
১৫ জুন ২০২২ থেকে বন্ধ হয়ে যাবে ইন্টারনেট ꦿএক্🔯সপ্লোরার ব্রাউজার।
ইন্টারনেট এক্সপ্লোরারের ইতিহাস
১৯৯৫ সালে প্রথম পথ চলা শুরু এই ব🐎্রাউজারের। Windown 95-এর সঙ্গে অ্যাড-অন প্যাকেজ হিসাবে এই ব্রাউজার রিলিজ করেছিল মাইক্রোসফট।
এরপরে অবশ্💟য উইন্ডোজের পুরো প্💫যাকেজের সঙ্গেই ইন্টারনেট এক্সপ্লোরার দিতে শুরু করে মাইক্রোসফট।
২০০৩ সাল ন🅷াগাদ বিশ্বজুড়ে ব্রাউজার বলতে সবাই ইন্টারনেট এক্সপ্লোরারই বুঝত। অনেকেরই প্রথম ইমেল, গুগল, ইয়াহু, অরক🤪ুটের অভিজ্ঞতা এই ইন্টারনেট এক্সপ্লোরার থেকেই।
যদিও সময়ের সঙ্গে পাল্টাতে থাকে সেই ছবি। আরও আধুনিক মোজিলা, অ্যাপেলের সাফারি, গুগলের ♏ক্রোম ব্রাউজারের দাপটে কꦬ্রমেই জনপ্রিয়তা কমতে থাকে ইন্টারনেট এক্সপ্লোরারের।
অবস্থা এমনই দাঁড়া▨য়ꦛ যে, ইন্টারনেট এক্সপ্লোরারের একমাত্র ব্যবহার হয়ে দাঁড়ায় ক্রোম বা ফায়ারফক্স ডাউনলোড করা।
২০১৬ সালে ইন্টারনেট এক্সপ꧙্লোরারে ব্রাউজিং ফিচারের আপডেট করা বন্ধ করে দেয়🃏 মাইক্রোসফট।
গত বছরের পরিসং🎉খ্যান অনুযায়ী, বিশ্বে মোট ডেক্সটপ ব্রাউজার ব্যবহারকারীদ🍬ের মাত্র ২% ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করেন। গুগল ক্রোম ব্যবহার করেন ৬৫%-এরও বেশি মানুষ। অ্যাপেলের সাফারি ব্যবহার করেন ১০% মানুষ।
নতুন ব্রাউজারও এনেছে মাইক্রোসফট
২০১৫ সালে ই๊ন্টারনেট এক্সপ্লোরারের বিকল্প হিসাবে এজ ব্রাউꦯজার আনে মাইক্রোসফট। ক্রোমের সঙ্গে অনেকটাই মিল রয়েছে এজ ব্রাউজারের।