পরিষেবা নিয়ে গ্রাহকদের লাগাতার অভিযোগের মধ্যেই দুর্যোগ আরও ঘনাল মোবাইল ফোন পরিষেবা প্রদানকারী সংস্থায় Vi-এর ওপর। যে সংস্থার সেলুলার টাওয়ার ব্যবহার করে Vi গ্রাহকদ✅ের পরিষেবা দেয়, ইন্ডাস টাওয়ার নামে সেই সংস্থা জানিয়েছে, ইচ্ছা করে বকেয়া মেটাচ্ছে না Vi, যার ফলে পরিষেবায় বেড়ি পরাতে বাধ্য হবে তারা।
ইন্ডাস টাওয়ারের সঙ্গে Vi-এর বকেয়া নিয়ে বিবাদ নতুন নয়। গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত Vi-এর কাছে ৭,৮৫৫ কোটি টাকা বকেয়া রয়েছে ইন্ডাস টাওয়ারের। গত ৪ অক্টোবর টেলিকম নিয়ামক সংস্থা TRAI-কে দেওয়া এক চিঠিতে ইন্ডাস টাওয়ার লিখেছে, Vi-এর বকেয়ার জেরে ইন্ডাস টাওয়ারকে প্রবল আর্থিক সংকটের মুখে পড়তে হচ্ছে। Vi এ🐼ভাবে বকেয়া পরিশোধ এড়াতে থাকলে ইন্ডাস টাওয়ার শুধুমাত্র আইনি পদক্ষেপই করবে না, সঙ্গে লোকসান কমাতে Vi-এর পরিষেবাতেও বেড়ি পরাবে।
গত কয়েক বছর ধরে ব্যাপক সংকটে রয়েছে Vi. সরকারি বকেয়া মেটাতে না পারায় সংস্থার ওপর ক্রমশ বাড়ছে চাপ। তার ওপরে টাওয়ার 🦹কোম্পানির বকেয়া। এই পরিস্থিতিতে জুন ও জুলাই মাসে প্রায় ১৩ লক্ষ করে গ্রাহক Viএর পরিষেবা ছেড়ে দিয়েছে। ইন্ড🔴াস টাওয়ার পরিষেবায় বেড়ি পরালে সংস্থার প্রায় ২ কোটি ২৮ লক্ষ গ্রাহক প্রভাবিত হবেন বলে মনে করা হচ্ছে।