Nokia 2♕660 লঞ্চ হল ভারতে। এক সময়ের জনপ্রিয় ফ্লিপ ফোনটিকেই আপডেট করেছে নোকিয়া। একেবারে নতুনভাবে ফিরিয়ে আনাল হল ফোনটিকে। দামও বেশ 𝓰পকেটসই।
মঙ্গলবার নতুন নোকিয়া ২৬৬০ লঞ্চের বিষয়ে টুইট করে নোকিয়া। সংস্থা জানায়, দীর্ঘস্থায়ী ব্যাটারি, ওয়্যারলেস রেডিও এবং ডুয়াল স্ক্রিনের মতো ফিচার্স থাকছে এই ফোনে। তবে ফোন🅠টির ফ্লিপের 🌳কায়দাটিই এর প্রধান ইউএসপি বলা যেতে পারে। এক সময়ে এমন ফ্লিপ ফোনের কেতাই আলাদা ছিল।
ফোনটিতে বড় বাটন এবং স্ক্রিন পাবেন। থাকছে ৪৮ এমবি র্যা🔥ম, ১২৮ এমবি ইন্টারনাল স্টোরেজ, ৩২ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট এবং ডুয়াল সিম। ন্যানো সিম, তাই সেক্ষেত্রেও চিন্তা নেই।
Nokia ꧃2660 Flip তিনটি রঙে পাবেন- কালো, লাল এবং নীল। ক্লাসিক লুক চাইলে কালোটা নিতে পারেন। আর একটু ফ্যাশনেবল চাইলে লাল বা নীল।
ফোনটির মেন ডিসপ্লে ২.৮ ইঞ্চি। সেকেন্ডারি ডিসপ্লে ১.৭৭ ইঞ্চি। মেন স⛄্ক্রিনটি QVGA।
একটি ক্যামেরাও রয়েছে। ০.৩ ♓মেগাপিক্সেল। এখনকার দিনের ক্যামেরা হিসাবে হয় তো কিছুই নয়। তবে মজা করার জন্য ভালই। ফোনটি Unisoc T107 প্রসেসর দ্বারা চালিত।
এ💎ছাড়াও 4G VoLTE কানেক্টিভিটি, ডেডিকেটেড এমার্জেন্সি কন্টাক൲্ট বোতাম এবং এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন নোকিয়া ২৬৬০ ফ্লিপ ফোনে।
এমার্জেন্🐬সি কন্ট🐷াক্ট বাটনটির মাধ্যমে পাঁচটি নম্বরে দ্রুত কল করা যাবে।
নোকিয়ার ওয়েবসাইট♈ অনুযায়ী, ৪,৬৯৯ টাকায় পাবেন এই ফিচার ফোন।