পিপিআই ইনস্ট্রুমেন্টে ক্রেডিটের ব্যবসা করা যাবে না। নন-ব্যাঙ্ক প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট ইস্যুকারী সংস্থাগুলির উদ্দেশ্যে এমনই ঘোষণা করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক(RBI)। কেন্দ্রীয় ব্যাঙ্কের সিদ্ধান্তে ঘুম উড়েছে বহু ফিনটেক সংস্থার।নন-ব্যাঙ্ক পিপিআই ইস্যুকারীদের উদ্দেশে একটি সার্কুলার প্রকাশ করেছে আরবিআই। তাতে বলা হয়েছে, 'পিপিআই-মাস্টার নির্দেশাবলীর অধীনে ক্রেডিট লাইন থেকে পিপিআই লোড করার অনুমতি নেই। এগুলি অবিলম্বে বন্ধ করা উচিত। অন্যথা পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট, ২০০৭-এর অধীনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।পিপিআইয়ের সাহায্যে পণ্য ও পরিষেবার বিল মেটানো, আর্থিক পরিষেবা প্রদান, রেমিট্যান্স ফেসিলিটি ইত্যাদি পেমেন্ট করা যায়। সেই স্থানেই ক্রেডিট লাইন অফার করে ফিনটেক সংস্থাগুলি। আগামিদিনে এই ক্রেডিটের ব্যবসাকেই মূল হাতিয়ার করার পরিকল্পনা বহু সংস্থার।RBI-এর হিসাব বলছে, বর্তমানে দেশে ৩৫টিরও বেশি নন-ব্যাঙ্ক পিপিআই ইস্যুকারী সংস্থা রয়েছে। যার মধ্যে Amazon Pay, Bajaj Finance, Ola Financial Services, PayU Payments Pvt Ltd, Phone Pe Pvt Ltd সবচেয়ে জনপ্রিয়।RBI-এর এই সার্কুলারে কাদের সবচেয়ে বেশি প্রভাব পড়বে?বেশ কিছু ফিনটেক সংস্থাগুলি নন-ব্যাঙ্কিং ফিন্যান্স সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে। তারা ওয়ালেটের মাধ্যমে গ্রাহকদের ক্রেডিট লাইন অফার করে। স্বাভাবিকভাবেই, এই সার্কুলার তাদের উদ্দেশেই। নন-ব্যাঙ্কিং সংস্থার সাহায্যে যারা প্রিপেইড কার্ড ইস্যু করছে, তারাও এই সার্কুলারে চাপে পড়বে।