চলতি মাসের শেষের দি🌱কে আরও বে𓆏শি শহরে চালু হচ্ছে Ola S1-এর টেস্ট ড্রাইভ। শনিবার এমনটাই জানিয়েছে ওলা ইলেকট্রিক (Ola Electric)। আগামী ২৭ নভেম্বর থেকে দেশজুড়ে আরও বেশ কিছু স্থানে টেস্ট রাইডের সুযোগ মিলবে।
Ola S1 এবং S1 Pro ই-স্কুটার এবার সুরাট, তিরুবনন্তপুরম, কোঝিকোড়, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, কোয়েম্বাটোত্তুর, ভাদোদরা, ভুবনেশ্বর, জয়পুর এবং নাগপুরে টেস্ট ড্রাইভ করা যাবে। প্রসঙ্গত, প্রথম রাউন🎃্ডেই কলকাতাতেও শুরু হয়েছে Ola-র স্কুটারের টেস্𝔍ট রাইড।
চলতি মাসের শুরুতেই দেশের বেশ কিছু মেট্রো শহরে ওলার বৈদ্যুতিক স্কুটারের টেস্ট রাইড শুরু হয়েছিল🧸। গত ১০ নভেম্বর বেঙ্গালুরু, দিল্লি, আমদাবাদ এবং কলকাতায় শুরু হয়। তারপরে ১৯ নভেম্বর মুম্বই, চেন্নাই, হায়দ্রাবাদ, কোচি এবং পুনেতে শুরু হয়েছিল৷
ওলার নতুন স্কুটারে মোটামুটি সন্তোষজনক রিভিউ-ই দিচ্ছেন টেস্ট রাইড করা ব্যক্তিরা। অনেকে ভূয়সী প্রশংসাও করেছেন। কলকাতাতেও ইতিমধ্যে ওলা S1-এর টেস্ট রাইড করেছেন🃏 কেউ কেউ। এর মধ্যেই নবারুণ বলে এক ব্যক্তি স্কুটারটির প্রশংসা করেছেন। তাঁর দারুণ অভিজ্ঞতা হয়েছে বলে জানান তিনি। স্কুটারটির ব্যালেন্স খুবই ভালো বলে জানান তিনি।
আরও পড়ুন : 🍃Ola S1: টেস্ট রাইড করে রিভিউ দিলেন অনেকে, সিইꦺও বললেন, 'কাঁদাবে নাকি?'
এর পাশাপাশি অবশেষে অটোমোবাইল সাংবাদিকদেরও রিভিউ করতে দিচ্ছে ওলা। তাতেও মোটামুটি সন্তোষজনক রিভিউ মিলেছেܫ এই স্কুটারের।