OnePlus এবার যে কেউ কিনতে পারবে। মিড-প্রিমিয়াম সেগমেন্ট থেকে বেরিয়ে আসছে সংস্থা। OPPO-র সঙ্গে হাত মিলিয়ে সস্♒তার স্মার্🌄টফোন আনবে OnePlus।
Oppo-র সঙ্গে OnePlus?
হ্যাঁ, এমনটাই হতে চলেছে। ভারতে শীঘ্রই আসছে OPPO A57। স🦂েটাকেই রিব্র্যান্ডিং করে নতুন করে আনতে পারে O꧟nePlus।
এটা বাস্তবায়িত হলে যে🍨 OnePlus সবার সাধ্যের মধ্যে চলে আসবে, তা বলাই বাহুল্য।
যে ফোনটার উপর ভিত্তি করে সস্তার OnePlus আসবে:
OPPO A57-র রিব্র্যান্ডিং করে ওয়ানপ্লাস আসবে বাজারে। কেমন হবে OPPO A57-এর ফিচার্স? জানতে ক্লিক করুন এই লিঙ্কে।
কী কী পার্থক্য থাকবে?
ওয়ানপ্লাসের মডেলে ওপ্পোর ColorOS-এর পরিবর্তে OxygenOS 12.1, কাস্টম স্কিন বু✃ট থাকবে। ফোনটি Oppo-র পরিবর্তে OnePl𝓡us লোগো দিয়ে রিলিজ করা হবে। তাছাড়া টুকটাক হার্ডওয়্যার, সফটওয়্যার, ক্যামেরাগত পরিবর্তন থাকতে পারে।
ধীরে ধীরে কমছে দাম
দেরিতে হলেও ওয়ানপ্লাস বুঝেছে যে, ভারতে ভালো মুনাফা করতে হলে এন্ট্রি-মিড সেগমেন্টটাই ধরতে হবে। কারণ প্রিমিয়াম সেগমেন্টে এখনও বেশিরভাগ ব্যক্তি আইফোনের দিকেই ঝোঁকেন। আর অ্যাপেলও ধীরে ধী𝄹রে দাম কমিয়ে দিচ্ছে আইফোনের। ফলে সেই সেগমেন্টে প্রতিযোগিতায় টিকে থাকা বেশ কঠিন।