💝 ভারতে আর কয়েকদিনের মধ্যেই Oppo A57 লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে। সেই লঞ্চের আগেই, এর স্পেসিফিকেশন্স এবং দামের তথ্যও ফাঁস হল অনলাইনে।
Oppo A57 আগে👍ই থাইল্যান্ডে লঞ্চ হয়েছে। ভারতের মডেলেও একই ধরনের স্পেসিফিকেশন থাকবে বলে মনে করা হচ্ছে। থাকছে MediaTek Helio🧜 G35 SoC প্রসেসর। সেই সঙ্গে কম দামের এই স্মার্টফোনে 8 GB পর্যন্ত RAM পেয়ে যাবে।
আসুন জে🦋নে নেওয়া যাক Oppo A57-এর সম্ভাব্য দাম এবং ফিচার্স :
ভারতে Oppo A57-এর দাম (সম্ভাব্য)
91Mobiles-এর রিপোর্ট অনুযায়ী, ভারতে Oppo A57-র দাম ১৩,৫০০ টাকা থেকে শুরু হতে পারে। এগুলি ছাড়াও সাম্প্রতিক লিক অনুযায়ী স্মার্টফোনটি ভারতে গ্লোয়িং ব্ল্যাক, গ্লোয়িং গ্রিন এবং সানসেট অরেঞ্জ রঙের অপশনে পাওয়া যেতে পারে। Oppo-র এই স্মার্টফোন দুটি কনফিগারেশনে পাওয়া যাবে ব🔜লে মনে করা হচ্ছে - 4GB RAM + 64GB স্টোরেজ এবং 6GB RAM + 128GB স্টোরেজ।
Oppo A57 এর স্পেসিফিকেশন
Oppo A57-তে একটি ৬.৫৭-ইঞ্চি HD+ (৭২০x১৬১২ পিক্সেল) ডিসপ্লে থাকতে পারে। স্মার্টফোনটিতে MediaTek Helio G35 প্রসেসর থাকছে। সেই সঙ্গে 8GB পর্যন্ত RAM (এক্সপ্যান্ডেবল RAM সহ) থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনট🌌িতে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে মনে করা হচ্ছে। একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে।
ফোনটির সামনের দিকে ওয়াটারড্রꦜপ-স্টাইলের নচে সেলফি এবং ভিডিয়ো কলের জন্য একটি ৮ মেগাপ🧸িক্সেল ক্যামেরা রয়েছে।