চলতি বছরের শেষে বেশ কিছু বড় মহাকাশ অভিযানের পরিকল্পনা ছিল ইসরোর (ISRO)। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা আপাতত পিছিয়ে দেওয়ার কথা ভাবছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ওয়াকিবহাল মহল সূত্রে মিলেছে এমনই খবর।
অভিযান রিশিডিউল
গত বছর করোনার প্রথম ঢেউয়ের পরেই ইসরোর একটি কমিটি আলোচনায় বসেছিল। আসন্ন অভিযানগুলিকে রিশিডিউল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 'অভিযানগুলির নতুন টাইমলাইনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এখনও বাকি,' জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ইসরোর এক আধিকারিক। অপর এক আধিকারিক জানান, আগের সূচি মেনে অভিযানগুলি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
ব্যাঘাত গত বছর থেকেই
গত বছর থেকেই বারবার ব্যাঘাত ঘটেছে ইসরোর কাজে। করোনা লকডাউনের ফলে কম কর্মী, যন্ত্রাদি স্থানান্তরে সমস্যা ইত্যাদি বাধার সম্মুখীন হয়েছে ইসরো। ২০২০-র শেষে বা ২০২১-এর শুরুতে তৃতীয় চন্দ্রাভিযানেরও পর🃏িকল্পনা ছিল। কিন্তু সেটাও করোনা পরিস্থিতির 🦋কারণে ২০২২ সালে পিছিয়ে দেওয়া হয়।
অন্যদিকে ২০২০-এর ডিসেম্বরে গগনযানের (Gaganyaan) প্রথম নভোশ্চরহীন উড়ান ও ২০২১-এর জুলাইয়ে দ্বিতীয় নভোশ্চরহীন উড়ানের কথা ছিল। সেই দুটি সফল হলে চলতি বছর ডিসেম্বরে গগনযানে প্রথম নভোশ্চর প্রেরণেরও পরিকল্পনা ছিল। ডিসেম্বরে ভারতের প্রথম সূর্য অভিযান আদিত্য এল ওয়ান-এরও পরিকল্পনা ছিল। চলতি বছরে করোনা পরিস্থিতিতে সেই সম্ভাবনা ক্ষীণ।
করোনা পরিস্থিতির মধ্যেও…
করোনা পরিস্থিতির পর থেকে এখনও পর্যন্ত তিনটি PSLV অভিযান ꦑহয়েছে। একটি হল ২০২০-র নভেম্বরে EOS-1 আর্থ অবজার্ভেশন স্যাটেলাইট মিশন। তারপর ডিসেম্বর মাসে CMS-1 কমিউনিকেশন স্যাটেলাইট মিশন।
তৃতীয়টি ব্রাজিলের আর্থ অবজারভেশন স্যাটেলাইটের উত্ক্ষেপণ, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে। অন্যদিকে একবার পিছিয়ে যাওয়ার পরও করোনা পরিস্থিতির কারণে স্থগিত GISAT 1 আর্থ ইমেজিং স্যাটেলাইটের উত্ক্ষেপণ। ২০২১-এর মার্চ মাসে এটি হও🀅য়ার কথা ছিল।