কোনও ইন্টারনেট সংযোগ লাগবে না। খুব সহজে, বাড়ি বসেই ফোনের মাধ্যমে বিদ্যুতের বিল মেটানো যাবে। শুক্রবার নয়া সুবিধার ঘোষণা করল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। ৭০টিরও বেশি বিদ্যুৎ বোর্ডে এভাবেই বিল মেটানো যাবে। একটি ফিচার ফোনই যথেষ্ট। 123PAY ব্যবহার করে সহজেই বিল দেওয়া যাবে। আরও পড়ুন: W♐hatsApp-এ ‘বিদ্যুতের বিলের’ মেসেজ, শিক্ষিকাকে ৯৫ হাজার টাকার প্রতারণা
NPCI তার বিবৃতিতে জানিয়েছে, ভারত বিল পেমেন্ট সিস্টেম (BBPS) দ্বারা চালিত 123PAY-এর মাধ্যমে সহজ ও দ্রুত পদ্ধতিতে বিদ্যুতের বিল পেমেন্ট করা যাবে। ব্যবহারকারীরা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি অর্থ প্রদান করতেꦆ পারবেন।
NPCI-এর ওয়েবসাইট অনুসারে, UPI 123PAY ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য আলাদাভাবে নির্মিত। এটি একটি ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম। এর মাধ্যমে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের (UPI) সুবিধা পান ফিচার ফোন ব্যবহারকারীরা। UPI 123PAY-এর মাধ্যমে, ফিচার ফোন ব্যবহারকারীরা মূলত চারটি মাধ্যমে লেনদেন করতে পারেন। এর মধ্যে রয়েছে IVR (ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স) নম্বরে কল করার অপশন। তাছাড়াও ফিচার ফোনের বিশেষ অ্যাপ ব্যবহার করা যেতে পারে। এগুলি বাদ দিলে মিসড কল এবং প্রক্সিমিটি সাউন্ড-ভিত্তিক অর্থপ্রদানও করা যেতে পারে। আরও পড়ুন: UPI Mo🥂ney T🃏ransfer from Foreign Country: এবার অনায়াসে UPI-এর মাধ্যমে টাকা পাঠানো যাবে বিদেশেও! জানুন বিস্তারিত
নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে ব্♒যবহারকারীদের :
প্রথম ধাপ,
১. IVR📖 নম্বরে কল করতে হবে (080 4516 3666 / 6366 200 200 / 080 4516 3581)
২. ভাষা বেছে নিন
৩. আꦛপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সিলেক্ট করুন
৪. ডেবিট কার্ডের ডিটেইলস দিতে হবে
৫. UPI পিন সেট করতে হবে
৬. এটুকু করলেই UPI🍷 পেমেন্ট করার জন্য আপনার ফোন প্রস্তুত।
দ্বিতীয় ধাপ, একবার রেজিস্টার্ড হয়ে গেল🦂ে, গ্রাহকদের আবার 123Pay পেমেন্ট নম্বরে কল করতে হবে (080 4516 3666 / 6366 200 200 / 080 4516 💙3581)।
তৃতীয় ধাপ, যে অপশনটি আপনার প্রয়োজন, সংশ্লিষ্ট নম্বর ডায়াল করতে হবে। এর মধ্যে থেকে বিদ্যুৎ বিল মেটানোর অপশনটি বেছে নিল🧔েই হবে।
চতূর্থ ধাপ, এরপর বিদ্যুৎ বোর্ডের নাম জানাতে হবে।
পঞ্চম ধাপ, কলে ভোক্তা বা গ্রাহক নম্বর দিতে হবে।
ষষ্ঠ ধাপ, এটি করলেই বকেয়া বিলের পরিমাণ জানতে পারবেন।
সপ্তম ধাপ, আপনার UPI পিন দিন। টাকা পেমেন্ট করুন।