Asteroid 2023 HG1: আজই পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে এই গ্রহাণু! আকারে বাড়ির মতো Updated: 09 May 2023, 05:26 PM IST Soumick Majumdar ৯ মে ২০২৩-এ এই গ্রহাণু পৃথিবীর প্রায় ২৫,৯০,০০ মাইল (৪১,৬০,০০০ কিমি) দূরত্ব দিয়ে অতিক্রম করবে বলে মনে করা হচ্ছে। এই গ্রহাণুর ব্যাস প্রায় ৬০ ফুট। অর্থাত্, প্রায় একটি বাড়ির সমান।