খুব শীঘ্রই বাজারে আরও একটি সস্তার স্মার্টফোন আনছে Realme। সূত্রের খবর, গত সপ্তাহেই কিছু সার্টিফিকেশন ব্যুরোর ওয়েবসাইটে Realme C30s-র নাম দেখা গিয়েছে। রিয়েলমি-ও ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে ভারতে নতুন C30s-র লঞ্চের দিনক্ষণ প্রকাশ করেছে। তাছাড়া সংস্থা তাদের ওয়েবসাইটে নতুন C30s-র মূল ফিচার্স-সহ একটি টিজার পেজ বানিয়েছে। আসুন এক নজরে জেনে নেওয়া যাক, নতুন Relame C30s-র বিষয়ে। আরও পড়ুন :♈ রিয়েলমি থেকে শাওমি, কম দামে ভালো পাঁচ ফোনের সুলুক সন্ধান
Realme C30s কবে লঞ্চ হচ্ছে
আগামী ১৪ সেপ্টেম্বর ভারতে Realme C30s লঞ্চ হবে। সোশ্যাল মিডিয়া পোস্ট বা YouTube-এ প্রি-রেকর্ডেড লাইভ স্ট্রিমের মাধ্যমে IST দুপুর ১২টায় নয়া ফোনটির ঘোষণা করা হবে। টিজার পেজ অনুযায়ী, এই নতুন ফোনটি অনেকটা Realme C๊30-র মতোই হবে। দুইটি রঙে (কালো এবং নীল) পাওয়া যাবে। তবে এর প্রধান পার্থক্য দু'টি। সেগুলি হল সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আলাদা চিপসেট।
Realme C30s-এর স্পেসিফিকেশন
ফোনটির পিছনের প্যানেলে প্যাটার্ন সহ ফ্ল্যাট ফ্রেম ডিজাইন থাকছে। C30 মডেলের মতোই একই ৫,০০০mAh ব্যাটারি পাবেন। সেই সঙ্গে ডিউ-ড্রপ নচ সহ ৬.৫ ইঞ্চির ডিসপ্লে। স্ক্রিনটি সম্ভবত HD+ (১৬০০ x ৭২০ পিক্সেল) রেজোলিউশন এবং LCD হবে। আরও পড়ুন : Poco M5: ১৫ হাজার টাকার নিচেই দারুণ ফোন! জেনে নিন দাম, ♉স্পেসিফিক𝄹েশন
♐Realme C30s-এ অক্টা-কোর SoC থাকবে। চিপটি AnTuTu বেঞ্চমার্কে ১,০৬,৪০৯ পয়েন্ট স্কোর করেছে। রোজকার সাধারণ কাজের জন্য যথেষ্ট হলেও, C30-র Unisoc T612 চিপস🐲েটের তুলনায় এই স্কোর অনেক কম।
দামের বিষয়ে এখনও জানাඣয়নি সংস্থা। তবে এটি এন্ট্রি লেভেল বাজেটের মধ্𒉰যেই থাকবে বলে মনে করা হচ্ছে।