বৃহস্পতিবার বাজারে এল Xiaomi-র নতুন মিড-বাজেট স্মার্টফোন Redmi Note 10 Pro। মিড-বাজেট সেগমেন্টের চাহিদা দিন দিন বাড়ছে ভারতীয় বাজারে। সেদিকে নজর রেখেই এই স্মার্টফোন লঞ্চ করেছে সংস্থা।Redmi Note 10 সিরিজে বৃহস্পতিবার তিনটি স্মার্টফোন লঞ্চ হল। একটা এন্ট্রি লেভেল-এর Redmi Note 10, একটি মিড সেগমেন্ট-এর Redmi Note 10 Pro এবং একটি হায়ার-মিড সেগমেন্ট-এর Redmi Note 10 Pro Max।তিনটি ফোনের ক্ষেত্রেই ক্যামেরা অন্যান্য স্পেসিফিকেশনে খুব বেশি পার্থক্য নেই। ক্যামেরার সেন্সরের উপর ভিত্তি করেই যে স্মার্টফোনগুলির দাম নির্ধারণ করা হয়েছে তা স্পষ্ট। Redmi Note 10-এ রয়েছে 64 MP Sony IMX 582 প্রাইমারি সেন্সর। Sony-র এই ক্যামেরা সেন্সরই এই সেগমেন্টে Redmi Note 10-কে অন্য সব স্মার্টফোনের থেকে আলাদা করে তোলে।এক নজরে দেখে নিন Redmi Note 10-এর স্পেসিফিকেশন :RAM : 6 GB / 8 GBInternal Memory : 64 GB / 128 GBProcessor : Qualcomm Snapdragon 732Gব্যাটারি : 5000 mAh 33 W ফাস্ট চার্জিংডিসপ্লে : 6.67-inch FHD+ AMOLEDরিয়ার ক্যামেরা : 64MP প্রাইমারি সেন্সর + 8MP ওয়াইড অ্যাঙ্গেল + 5MP ম্যাক্রো লেন্সফ্রন্ট ক্যামেরা : 16 MPদাম : Redmi Note 10 Pro-র দাম শুরু হচ্ছে ১৫,৯৯৯ টাকা থেকে(6GB 64GB)। অন্যদিকে এক্ষেত্রে উল্লেখ্য যে Redmi Note 10 Pro-এর সবচেয়ে দামি ভার্সান অর্থাত্ 8GB/128GB-এর ক্ষেত্রে দাম পড়বে ১৮,৯৯৯ টাকা।এই একই দামে পেয়ে যাবেন Redmi Note 10 Pro Max-এর 6GB/64GB ভার্সান। এদিকে সেখানে পাবেন 108 MP ক্যামেরা। তাই অতটা টাকা খরচা করলে Redmi Note 10 Pro Max নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।