নতুন ফোন কেনার পর𒀰িকল্পনা আছে? রেডমি ফ্যান হলে কয়েকদিন অপেক্ষা করতে পারেন। শীঘ্রই Redmi Note 11 সিরিজের নত🐬ুন স্মার্ট স্মার্টফোন আসছে ভারতের বাজারে।
Redmi Note-11 সিরিজ ভারতে বেশ জনপ্রিয়। Red🐠mi Note 11 Pro+ 5G, Note 11T 5G-র মতো ফোনের ভালই বিক্রি হয়েছে। সূত্রের খবর, এবার Note-11 সিরিজের আরও একটি স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এক টিপস্টারের দাবি, নতুন স্মার্টফোনটি আসলে রিব্র্যান্ডেড Redmi Note 10S। এটিকেই Redmi Note 11 SE নাম দেওয়া হবে।
এই ফোনের ফিচার কেমন হবে? আসুন জেনে নেওয়া যাক
টিপস্টার Caper Skarzipek MIU🥀I কোডে 'Redmi Note 11 SE' নামটি খুঁজে পেয়েছেন। টিপস্টারের দাবি, কিছু বাজারে Poco M5s হিসাবে এই ফোনটি বের হতে পারে। ইতিমধ্যেই এই নাম একাধিক সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে।
Redmi Note 11 SE এর দাম এবং ফিচার্স
ওযদি এই খবর সত্যি♐ হয়, তাহলে Note 11 SE-তে Note 10S-এর মতো একই স্পেসিফিকেশনস থাকতে পারে। অর্থাত্,
RAM : ৬GB/৮GB
ইন্টারনাল মেমরি : ৬৪GB / ১২৮GB
প্রসেসর : MediaTek Helio G95
ব্যাটারি : ৫,০০০mAh (৩৩W VOOC ফাস্ট চার্জিং)
ডিসপ্লে : ৬.৪৩-inch AMOLED (1080 x 2400🌺 রেজোলিউꦛশান)
রিয়ার ক্যামেরা : ৬৪MP + ৮MP + ২MP + ২MP (থাকছে AI পোট্রেট, ডুয়াল ভিডিয়ো, ডায়না🦹মিক বোকেহ, নাইট মোড-এর মতো অপশন।)
ফ্রন্ট ক্যামেরা : ১৩MP
ভারতে Redmi Note 10S-এর দাম ১২,৯৯৯ টাকা থেকে শুরু। ফলে Note 11 SE-র দামও তার আশেপাশে হতে পারে বলে মনℱে করা হচ্ছℱে।