Redmi Note 12 শীঘ্রই আসছে ভারতে। একাধিক রিপোর্ট অনুযায়ী চলতি বছরের শেষেই ভারতে আসবে রেডমি নোট সিরিজের এই নয়া ফোন। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হল, এতে একটি ৫০ ꦰমেগাপিক্সেল প্রাইমারি ক্যামের💎া থাকতে পারে।
Redmi Note 12 সিরিজে তিনটি হ্যান্ডসেট রয়েছে - Redmi Note 12, Redღmi Note 12 Pro, এবং Redmi Note 12 Pro+।
দুট🦄ি Redmi Note 12 সিরিজের ফোন চিনে নেটওয়ার্ক অ্যাক্সেস লাইসেন্স পেয়েছে। আর তার সঙ্গে সঙ্গেই Redmi Note 12 Pro এবং Redmi Note 12 Pro+-এর স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।
শীঘ্রই আসছে বাজারে
91Mobiles-এর রিপোর্ট বলছে, Redmi Note 12 চলতি বছরের দ্বিতীয়ার্ধে লঞ্চ হবে। Redmi Note 12 সিরিজটি Redmi Note 11 লাইনআপের পরের ভার্সান হিসাবে বাজারে আনা হবে।
Redmi Note 12-তে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ডিজাইন অনেকটা Redmi Note 11-এর মতই। একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ক্যামেরা থাকবে 🔜বলে মনඣে করা হচ্ছে। সেলফির জন্য একটি পাঞ্চ-হোল ক্যামেরা থাকবে বলে মনে করা হচ্ছে।
সিরিজে মোট ৩টি ফোন থাকবে
Redmi Note 12 সিরিজে Redmi Note 12, Redmi Note 12 Pro এবং Redmi Note 12 Pro+ হ্⛎যান্ডসেট থাকবে। প্র🌳ো এবং প্রো+ মডেলের স্পেসিফিকেশনও ফাঁস হয়েছে।
সম্ভাব্য দাম:
এন্ট্রি-মিড সেগমেন্টেই এই ফোন আনবে রেডমি। সে♉ই কারণে দাম ১৪,০০০ টাকা থেকে ১৮,০০০ টাকার মধ্🌳যেই থাকবে বলে মনে করা হচ্ছে। দামের বিষয়ে এখনও কিছু জানায়নি সংস্থা।