সময়ের সঙ্গে আবারও চাহিদা বাড়ছে অল্প টাকার বিভিন্ন রিচার্জ প্ল্যানের। বিশেষত জিওফোনের গ্রাহকদের মধ্যে এই ধরণের প্ল্যানের চাহিদা আরও বেশি। আর সেই বাজারেই মনোনিবেশ করেছে রিলায়েন্স জিও। দেখে নিন রিলায়েন্স জিও-র ১০০ টাকার মধ্যে চারটি রিচার্জ প্ল্যান:জিওফোনের ৩৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান (JioPhone 39 Rupees Prepaid Recharge Plan)মোট ডেটা: ১৪০০ এমবি।ভ্যালিডিটি: ১৪ দিন।রিলায়েন্স জিওফোনের এই প্ল্যানে ব্যবহারকারীরা মোট ১৪০০ এমবি ডেটা পাবেন। প্ল্যানের ভ্যালিডিটি থাকাকালীন আপনি প্রতিদিন যে কোনও পরিমাণ ডেটা ব্যবহার করতে পারবেন।কলিং: যেকোনও নেটওয়ার্কে সীমাহীন কলিংয়ের সুবিধা পাবেন।Subscriptions: জিও অ্যাপসের(Jio Apps) ফ্রি সাবস্ক্রিপশন।জিওফোনের ৬৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান (JioPhone 69 Rupees Prepaid Recharge Plan)মোট ডেটা: ০.৫ জিবি।ভ্যালিডিটি: ১৪ দিন।রিলায়েন্স জিওফোনের এই প্ল্যানে ব্যবহারকারীরা মোট ০.৫ জিবি ডেটা পাবেন। প্ল্যানের ভ্যালিডিটি থাকাকালীন আপনি প্রতিদিন যে কোনও পরিমাণ ডেটা ব্যবহার করতে পারবেন।কলিং: যেকোনও নেটওয়ার্কে সীমাহীন কলিংয়ের সুবিধা পাবেন।Subscriptions: জিও অ্যাপসের(Jio Apps) ফ্রি সাবস্ক্রিপশন।জিওফোনের ৭৫ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান (JioPhone 75 Rupees Prepaid Recharge Plan)মোট ডেটা: ৩ জিবি।ভ্যালিডিটি: ২৮ দিন।রিলায়েন্স জিওফোনের এই প্ল্যানে ব্যবহারকারীরা মোট ৩ জিবি ডেটা পাবেন। প্ল্যানের ভ্যালিডিটি থাকাকালীন আপনি প্রতিদিন যে কোনও পরিমাণ ডেটা ব্যবহার করতে পারবেন।কলিং: যেকোনও নেটওয়ার্কে সীমাহীন কলিংয়ের সুবিধা পাবেন।Subscriptions: জিও অ্যাপসের(Jio Apps) ফ্রি সাবস্ক্রিপশন।জিও ৯৮ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান (Jio 98 Rupees Prepaid Recharge Plan)ডেটা: দৈনিক ১.৫ জিবি।ভ্যালিডিটি: ১৪ দিন।রিলায়েন্স জিও-র এই প্ল্যানে ব্যবহারকারীরা মোট ২১ জিবি ডেটা পাবেন।কলিং: যেকোনও নেটওয়ার্কে সীমাহীন কলিংয়ের সুবিধা পাবেন।Subscriptions: জিও অ্যাপসের(Jio Apps) ফ্রি সাবস্ক্রিপশন।