রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা মোটরসাইকেল পার্ক ไকরেন? লক করে নিশ্চিন্ত থাকেন? সেক্ষেত্রে সাবধান। রয়্যাল এনফিল্ডের মতো মোটরসাইকেলেরও লক ভাঙা যায় মাত্র ২০ সেকেন্ডে। অভিজ্ঞ চোরের নজরে পড়লে, রক্ষার কোনও চান্সই নেই।
রবিবার মধ্যপ্রদেশের গোয়ালিয়রে এমন দুই 'অভিজ্ঞ' যুবককে চুরির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। শুধু তাই নয়, পুলিশের জেরার মুখে, থানায় এসে লক ভাঙার 'ডেমো'-ও দেন তাঁরা। তাঁদের হাতের কাজের স🃏েই ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়ো দেখে কার্যত টেনশনে মোটরসাইকেল আরোহীরা। বিশেষত, রয়্যা♛ল এনফিল্ডপ্রেমীরা চাপে পড়ে গিয়েছেন।
꧒ইনফর্মার মারফত এই দুজনের খবর পেয়েছিল পুলিশ। তারপর রবিবার সিটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (সিএসপি) রবি ভাদোরিয়া টিম নিয়ে গিয়ে তাঁদের হাতেনাতে পাকড়াও ক𝔉রেন। তারপরেই তাঁদের কীর্তিকলাপে চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁদের।
জেরায় দুই যুবক জানিয়েছেন, মূলত রয়্যাল♕ এনফিল্ড-ই বেশি চুরি করা হয়। কারণ এর ভাল দাম পাওয়া যায়। চাহিদা অনেক। তাছাড়া এই বাইক এখন বহু ব্যক্তি চালান। ফলে খুঁজে পেতেও সমস্যা হয় না।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, কত সহজেই বাইকের হ্যান্ডেল লক পা দিয়ে ঠেলে ভেঙে ফেললেন ওই ব্♊যক্তি। সঙ্গে মুখে করে সকেট থেকে তার ছিঁড়ে তা জুড়ে বাইক স্টার্টও হয়ে গেল। দেখুন সেই ভিডিয়ো:
তাই এবার থেকেꦓ মোটরসাইকে🎶ল আরোহীরা আরেকটু সাবধান হন। কোথাও বহুক্ষণের জন্য মোটরসাইকেল রাখার আগে, সেখানকার সুরক্ষা সম্পর্কে নিশ্চিত হন।