বিভিন্ন টিপস্টারের প্রকাশিত তথ্য অনুযায়ী খুব শীঘ্রই প্রকাশিত হতে পারে Samsung Galaxy A52s । টেক পোর্টাল গিকবেঞ্চেও এই ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য) সম্পর্কে তথ্যও পাওয়া গিয়েছে।মার্চ মাসে লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি A52 4G এবং স্যামসাং গ্যালাক্সি A52 5G মডেলের অফশুট হবে Samsung Galaxy A52s।তবে আপাতত ফোনটি কবে লঞ্চ হবে, অথবা দাম ও স্পেসিফিকেশনের বিষয়ে মুখে কুলুপ এঁটেছে স্যামসাং।Samsung Galaxy A52s-এর 128 GB স্টোরেজ ভার্সানটির দাম 449 ইউরো হতে পারে বলে উল্লেখ করা হয়েছে একাধিক ফোরামে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৯,৪০০ টাকা। যদিও টিপসটারটি এখনও ফোনের স্পেসিফিকেশন এবং ডিজাইনের তথ্য দেয়নি।সম্ভবত ইউরোপের বাজারেই প্রথমে আসবে Samsung Galaxy A52s। তারপরে ভারতে এই ফোন লঞ্চ করতে পারে স্যামসাং।গিকবেঞ্চে প্রকাশিত সম্ভাব্য স্পেসিফিকেশন :সফটওয়্যার : অ্যান্ড্রয়েড 11র্যাম : 8 জিবিপ্রসেসর : কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 জি প্রসেসরযদিও এ বিষয়ে এখনও কিছু জানায়নি স্যামসাং। তবে ওয়াকিবহাল মহলের মতে আগামী আগস্ট অথবা সেপ্টেম্বর মাসেই ইউরোপের বাজারে লঞ্চ হতে পারে Samsung Galaxy A52s