ভারতে Tigor EV লঞ্চ করল টাটা মোটর্স। টাটা নেক্সন ইভির পর এটিই টাটার দ্বিতীয় ইলেকট𝔉্রিক গাড়ি।
ডিজাইন
নেক্সনের মতোই ইভি-র জন্য একটি বিশেষ টিল ব্লু রঙ ব্যবহার করা হচ্ছে Tigor EV-তে। ইন💫্টিরিয়রেও সেই রঙের ছোঁয়া স্পষ্ট। ফলে দেখে আর পাঁচটা Tigor-এর থে෴কে আলাদা করতে কোনও সমস্যা হবে না।
NCAP ক্র্যাশ টেস্ট রে🌃টিংয়ে ৪ স্টার পেয়েছে TATA Tigor EV ।
স্পেসিফিকেশন
Nexon EV-র জিপট্রন ইলেকট্রিক আর্কিটেকচারই ব্যবহার করা হচ্ছে Tigor EV🍸-তে।
পিক আউটপুট : ৫৫ kWh
৭৩.৭৫ hp
পিক টর্ক : ১৭০ Nm
০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা : ৫.৭ সেকেন্ড।
ব্যাটারি : ২৬ kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক।
ভারতে Tigor EV লঞ্চ করল টাটা মোটর্স। টাটা নেক্স😼ন ইভির পর এটিই টাটার দ্বিতীয় ইলেকট্রিক গাড়ি।
ডিজাইন
নেক্সনের মতোই ইভি-র জন্য একটি বিশেষ টিল ব্লু রঙ ব্যবহার করা হচ্ছে Tigor 🎐EV-তে। ইন্টিরিয়রেও সেই রঙের ছোঁয়া স্পষ্ট। ফলে দেখে আর পাঁচটা Tigor-এর থেকে আলাদা করতে কোনও সমস্যা হবে না।
NCAP ক্র্যাশ টেস্ট রেটিংয়ে ৪ স্টার পেয়েছে TATA Tig🐲or EV ।
স্পেসিফিকেশন
Nexo🤡n EV༒-র জিপট্রন ইলেকট্রিক আর্কিটেকচারই ব্যবহার করা হচ্ছে Tigor EV-তে।
পিক আউটপুট : ৫৫ kWh
৭৩.৭৫ hp
পিক টর্ক : ১৭০ Nm
০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা : ৫.৭ সেকেন্ড।
ব্যাটারি : ২৬ kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক।
|#+|
ব্যাটারি পাল্টাব কী করে?
অনেকেই ইলেকট্রিক গাড়ির বিরুদ্ধে এই যুক্তিই দেন। সেদিকে নজর দিয়েছে টাটা। Tigor EV-তে থাকছে ৮ বছর/১,৬০♔,০০০ কিলোমিটারের ব্যাটারি এবং মোটর ওয়্যারান্টি।
রেঞ্জ?
💝ARAI সার্টিফায়েড রেঞ্জ অনুযায়ী ফুল চার্জে টানা ৩০৬ কিলোমিটার চলবে Tigor EV । ফলে সাধারণ রাস্তায় রেঞ্জ ২৬০-২৮০ কিಌলোমিটারের আশেপাশে হবে বলে মনে করা হচ্ছে।
যে কোনও ১৫A প্ল💧াগ পয়েন্ট দিয়েই চার্জ দেওয়া যাবে। আবার চাইলে ফাস্ট-চার্জও করা যাবে।
বুকিং
ইতিমধ্ꦐযেই শুরু হয়েছে বুকিং। দ🃏েশের নির্দিষ্ট কিছু শো-রুমে ২১ হাজার টাকা দিয়ে প্রি-বুকিং করা যাচ্ছে Tata Tigor EV।
দাম
Tata Tigor EV-র তিনটি ভেরিয়েন্ট থাকছে। XE ভেরিয়েন্টের দাম ১১,৯৯,০০০ টাকা। XM ꧑ভেরিয়েন্টের দাম ১২,৪৯,০০০ টাকা। XZ+ ভেরিয়েন্টের দাম ১২,৯৯,০০০ টাকা। XZ+ ডুয়াল টোন ভেরিয়েন্টের দাম ১৩,১৪,০০𒀰০ টাকা।