চলতি ২০২১-২২ সালের প্রথম ত্রৈমাসিকে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের নাম জানেন? শাওমির রেডমি 9A(Xiaomi Redmi 9A) এই স্থান অর্জন করেছে। কাউন্টার পয়েন্ট রিসার্চ নামে এক সংস্থার রিপোর্ট অনুযায়ী ২০২১-২২-এর প্রথম কোয়ার্টারে বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় এটি এক নম্বরে।গত ২০২০ সালে ভারতে লঞ্চ হয়েছিল Xiaomi Redmi 9A । এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্ট-কে মাথায় রেখেই প্রকাশ হয়েছিল এই স্মার্টফোন। আর সেই বাজার দখলে যে এই ফোন বড় ভূমিকা নিয়েছে, তা বলাই বাহুল্য।রিপোর্ট অনুযায়ী, বিশ্বে লো-বাজেট সেগমেন্টের ১৯%-ই শাওমির দখলে। অর্থাত্ বিশ্বে প্রতি ৫টা বাজেট স্মার্টফোনের মধ্যে একটি শাওমির।তাছাড়া দাম হিসাবে এর স্পেশিফিকেশনও যথেষ্ঠ সন্তোষজনক। বিশেষ করে এই দামে ৫,০০০ mAh ব্যাটারি সত্যিই আকর্ষণীয়।এক নজরে দেখে নিন Xiaomi Redmi 9A-এর স্পেসিফিকেশন :RAM : 2 GBInternal Memory : 32 GBProcessor : Mediatek Helio G25 octa core processorব্যাটারি : 5000 mAhডিসপ্লে : 6.53-inch FHD+ AMOLEDরিয়ার ক্যামেরা : 13 MPদাম : Xiaomi Redmi 9A-র দাম শুরু হচ্ছে ৭,১২৪ টাকা থেকে (Flipkart)