TVS Ronin লঞ্চ হল ভারতে। বাইকটি ভারতে ৩টি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। বাইকটির মধ্যে একটি নিও-রেট্রো লুক রাখা হয়েছে। স্টাইলিংয়ের মধ্যে একটি রোডস্টার স্ক্র্যা💟ম্বলারের𓄧 লুক রয়েছে।
TVS Ronin-এর মাধ্যমে এই প্রথম এই সেগমেন্টে পা রাখছে টিভিএস। Apache সিরিজের পর এটাই টিভিএস-এর সবচেয়ে🧜 স্টাইলিশ বাইক বলা যেতে পারে। TVS Zeppelin-এর আদলে বাইকটি ডিজাইন করা হয়েছে।
বাইকটি একটি সার্কুলার সিগনেচার এলইডি হেডল্যাম্প রয়েছে। থাকছে একটি টিয়ার-ড্রপ-আকৃতির ফুয়েল ট্যাঙ্ক। টিভিএস রনিনে সিঙ্গেল সিট রয়েছে। থাকছে সার্কুলার ডিজিটাল ইনস্টুমেন্ট 🔥ক্লাস্টার।
ফিচার্স
TVS Smart Xonnect কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, কল অ্যাকসেটিং, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, রাইড মোড চেঞ্জ-এর মতো ফিচার্স পাবেন। ইন্টিগ্রেট🧸েড স্টার্টার এবং U♚SB স্মার্ট চার্জারও পাবেন।
বাইকের সামনের এবং পিছনের চাকায় ডুয়াল-চ্যানেল ABS রয়েছে। পেছনের চাকায় ম🎐নো-শক সাসপেনশন রয়েছে।
ইঞ্জিন
টিভিএস রনিন-এ একটি ২২৫.🎀৯ সিসি ইঞ্জিন থাকছে। ইঞ্জিনটি ১৫.০৯ kW পাওয়ার এবং ১৯.৯৩ Nm পিক টর্ক দেবে। বাইকের টপ স্পিড ঘণ্টায় ১২০কিমি।
এই সেগমেন্টে অন্য কোন অপশন রয়েছে?
নতুন TVS Ronin ভারতের বাজারে Yamaha FZ-X, Husqvarna𝄹-এর এন্ট্রি লেভেল মোটরসাইকেল এবং Honda CB350 RS-এর মতো মডেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।
এখানে TVS Ronin-এর ৩টি ভেরিয়েন্টের দাম:
TVS Ronin সিঙ্গেল টোন�ꦑ� সিঙ্গেল চ্যানেল- ১.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)
TVS Roniꦜn ডুয়াল-টোন সিঙ্গেল চ্যানেল- ১.৫৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)
TVS Ronin ট্রিপল-টোন ডুয়াল 🔯চ্যানেল- ১.৬৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)