২০২১-এ একের পর এক নয়া ফဣিচার্স আনছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। সম্প্রতি মাল্টি ডিভাইস লগ ইন থাকার সুবিধার বিষয়ে জানিয়েছে সংস্থা। ভয়েস মেসেজ পাঠানোর আগে নিজে একবার শুনে নেওয়ার সুবিধাও অ্যাড করা হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে আ🎃রও একটি নতুন বৈশিষ্ট্য।
এই বৈশিষ্ট্যটি যদিও হোয়াটসঅ্যাপের ইউজার ভেরিফিকেশান সম্পর্কিত। বর্তমানে হোয়াটসঅ্যাপে যখন কোন ব্যব꧂হারকারী প্রথমবার লগ ইন করেন, তখন ডিভাইস ভ🧔েরিফিকেশনের জন্য একটি ৬ ডিজিটের কোড আসে। কিন্তু নেটওয়ার্ক প্রবলেম হলে সেই কোড রিসিভ করতে সমস্যা হতে পারে। এবার হচ্ছে তারই সুরাহা।
এবার থেকে ভেরি🧔ফিকেশনের জন্য ফ🍰্ল্যাশ কল আনার বিষয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। অর্থাত্ লগ ইন করার সময়ে আপনার নম্বরে হোয়াটসঅ্যাপ থেকে একটি ফোন আসবে। আর তাতেই হয়ে যাবে ভেরিফিকেশন।
শীঘ্রই চালু হচ্ছে🔥 মাল্টি ডিভাইস সাপোর্ট। ফলে একাধিক ডিভাইসে ব্যবহারকারীরা লগ ইন করবেন। সেক্ষেত্রে এই নয়া ফিচার থাকলে বার বার ভেরিফিকেশনের প্রক্রিয়াটাও সহজতর হবে বলে মꦡনে করা হচ্ছে।
এর আগে হোয়াটসঅ্যাপ ওয়েবের জন্য কম্পিউটারের সঙ্গে সঙ্গে ফোনেও ইন্টারনেট কানেকশান লাগত। কিন্তু মাল্টি ডিভাইস সাপোর্ট চালু হলে, আলাদা আলাদা 💎ভাবে প্রতিটি ডিভাইসেই স্বাধীনভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। অনেকটা ফেসবুকের মেসেঞ্জারের মতোই।
োই।