আগামিকাল (১ নভেম্বর) থেকে একাধিক ফোনে বন্ধ হয়ে যাবে হোয়্যাটসঅ্যাপ। পুরনো ভার্সনের অ্যান্ড্রয়েন্ড এবং আইওএস ফোনে তা চলবে না। মেটার মালিকানাধীন মেসেজিং অ্যাপের তরফে এমনই জানানো হয়েছে।কোন কোন ফোনে হোয়্যাটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে?Android 4.0.3 Ice Cream Sandwich, iOS 9 এবং KaiOS 2.5.0-এর স্মার্টফোনে হোয়্যাটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে। সংস্থার তরফে জানানো হয়েছে, যাঁদের ফোনে পুরনো ভার্সনের অ্যান্ড্রয়েন্ড এবং আইওএস আছে, তাঁরা আগামী ১ নভেম্বর থেকে হোয়্যাটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না।আপনার ফোনে অ্যান্ড্রয়েন্ড বা আইওএসের কোন ভার্সন আছে, জানবেন কীভাবে?নিজের ফোনে ‘Setting’-এ যান। সেখানে দেখতে পাবেন, আপনার ফোন অ্যান্ড্রয়েন্ড বা আইওএসের কোন ভার্সন আছে।কোন কোন ফোনে হোয়্যাটসঅ্যাপ চলবে?যাঁদের স্মার্টফোনে অ্যান্ড্রয়েন্ড ৪.১ বা তার উপরের ভার্সন এবং আইওএস১০ বা তার উপরের ভার্সন আছে, তাঁরা হোয়্যাটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। KaiOS 2.5.0 বা তার ঊর্ধ্বে কোনও ভার্সন আছে, তাঁদের ফোনেও হোয়্যাটসঅ্যাপ চলবে। সেই তালিকায় আছে JioPhone এবং JioPhone 2। তারইমধ্যে হোয়্যাটসঅ্যাপে অনলাইন লেনদেনের প্ল্যাটফর্মকে জনপ্রিয় করে তুলতে গ্রাহকদের বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে। অনলাইনে টাকা দিলে নির্দিষ্ট ব্যবহারকারীদের ৫১ টাকা ক্যাশব্যাক দিচ্ছে হোয়্যাটসঅ্যাপ। আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড বিটা টেস্টারে সেই অফার পাওয়া যাচ্ছে। অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২১.২০.৩-এর ব্যবহারকারীরা নয়া অফার নিয়ে মেসেজ পাচ্ছেন। তাতে বলা হচ্ছে, ‘নগদ দিন এবং ৫১ টাকা ফেরতে পেয়ে যান।’ সেই ক্যাশব্যাক পাওয়ার জন্য কোনও ন্যূনতম সীমা ধার্য করেনি। অর্থাৎ কেউ যদি এক টাকারও লেনদেন করেন, তাহলে তিনি ৫১ টাকার ক্যাশব্যাক পেতে পারেন। ক্যাশব্যাকের ক্ষেত্রে কোনও সর্বনিম্ন সীমা না রাখা হলেও সর্বাধিক পাঁচবার ক্যাশব্যাক পাওয়া যাবে বলে জানিয়েছে হোয়্যাটসঅ্যাপ। সেই ভিত্তিতে কোনও ব্যবহারকারী এই অফারের মাধ্যমে সর্বাধিক ২৫৫ টাকা ক্যাশব্যাক পেতে পারেন। সেই ক্যাশব্যাক অফার পাওয়ার ক্ষেত্রে হোয়্যাটসঅ্যাপ কোনও বিধিনিষেধ চাপায়নি। তবে অফার পাওয়ার জন্য ব্যবহারকারীদর পাঁচটি আলাদা অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে। বৈধ লেনদেন করার পরই গ্রাহকদের অ্যাকাউন্টে সেই ক্যাশব্যাকের টাকা জমা পড়ে যাবে।