হোয়াটসঅ্যাপে চলতি বছর বেশ কিছু বদল হয়েছে। প্রায় ২০টিরও বেশি নতুন ফিচার যোগ হয়েছে ২০২২ সালে। ভয়েস কলিং, গ্রুপ চ্যাটকে আরও উন্নত করা হয়েছে। এর পাশাপাশি প্💃রাইভেসির স্তরও আরও জোরদার করা𒉰 হয়েছে। সব মিলিয়ে ২০২২ সালটা মেটার এই মেসেজিং অ্যাপের জন্য বেশ উল্লেখযোগ্য ছিল।
বছর শেষে এক নজরে দেখ🌠ে নেওয়া যাক, ঠিক কী কী বদল এসেছে হোয়াটসঅ্যাপে।
প্রাইভেসিতে বদল
হোয়াটসঅ্যাপ প্রাইভেসি নীতিতে ২০২২ সালে বেশ♈ কি💙ছু পরিবর্তন এনেছে।
১. অনলাইন স্টেটাস হাইড: ব্যবহারকারীদের সꦦ্টেটাস কে কে দেখতে পাবেন, কে পাবেন না, তা আলাদাকরে নিয়ন্ত্রণ করার সুবিধা দেওয়া হয়েছে।
২. গ্রুপ থেকে চুপি চুপি: কোনও গ𒁃্রুপ থেকে লিভ নিলে আর আগের মতো প্রত্যেকে তা জানতে পারেন না। শুধুমাত্র অ্যাডমিনরাই সেটা জানেন।
৩. ভুল করে ডিলিট: ভুল করে কিছু ডিলিট ফর এভারিওয়ান করতে গিয়ে অনেকেই ডিলিট ফর মি করে দেন। সেটা মাথায় রেখেই এবার ৫ সেকেন্ডের মধ্যে Undo করার নয়া ফিচার এনেছে হোয়াটসঅ্🌃যাপ।
কমিউনিটি ফিচার
১. 'কমিউনিটিস' ফিচারের মাধ্যমে স্💦কুল, ক্লাব বা অফিস হিসাবে একাধিক গ্রুপকে এক𝓀-একটি সেকশনে ঢুকিয়ে দিতে পারবে। এর ফলে গ্রুপের বিষয়টি আরও সহজ হয়ে যাবে।
২. কমিউনিটিস-এর প🍎াশাপাশি, হোয়াটসঅ্যাপে গ্রুপে মেসেজিংয়ের নতুন ফিচারও চালু হয়েছে। এর মধ্যে অন্যতম 𒊎চ্যাট পোল তৈরির ফিচার।
৩. এর পাশাপাশি এখন একটি গ্রুপে সদস্য🔜 সংখ্যার উর্ধ🌠্বসীমা ১,০২৪ জন করা হয়েছে।
৪. অ্যাডমিনদের জন্য গ্রুপের কোনও মেসেজ ডিলিট করার ক🍌্ষমতা দেওয়া হয়েছে।
ভয়েস ও ভিডিয়ো কলিং
১. এখন থেকে হোয়াটসঅ্যাপে একসঙ্গে ৩২ জন মিলে ভয়♕েস ও ভিডিয়ো কল করা যাবে। আগে এটি ছিল মাত্র ৮ জন। করোনা পরিস্থিতির পর গ্রুপ ভিডিয়ো কলিং ফিচারের চাহিদা বৃদ্ধি পায়। তাই বেশি সংখ্যক সদস্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন ডেভেলপাররা।
২. কলে ൲থাকা ব্যক্তিদের মেসেজ বা মিউট করার ফিচার যোগ꧙ হয়েছে।
৪. কলের ম꧃ধ্যে ব্যানার নোট💛িফিকেশন যোগ হয়েছে। কেউ নতুন জয়েন করলে দেখা যাবে।
ভয়েস মেসেজ
১. মার্চে চ্যাট প্লেব্যাকের ফিচার যোগ হয়। অর্থাত্, অন্য চ্যাট 🐈খোলা, সেখান থেকে বেরিয়ে আসা, যা-ই করুন না কেন, আপ🐬নি যে ভয়েস মেসেজটা শুনছেন, সেটি ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকবে।
২. ভয়েস রেকর্ডিংয়ের সময়🎐ে পজ বা রিজিউমের অপশন যোগ করা হ൲য়েছে।
৩. ⭕ভয়েস মেসেজ পাঠানোর আগে তা নিজে প্লে করে শুনতে পারবেন।
৪. ভয়েস ম💙েসেজ♔ তাড়াতাড়ি শুনতে প্লেব্যাক স্পিড বাড়াতে পারবেন।
নয়া ফিচার
২. ফাইল, ফটো, ভিডিয়ো পাঠানোর উর্ধ্বসীমা বাড়িয়ে ২ 𒊎জিবি করে দেওয়া হয়েছে।
৩. অ্যান্ড্রয়েড থেকে iOS বা উল্টো পথেও সহজেই চ্যাট, অ্যাকাউন্টের তথ্য ট্রান্সফার ক🍃রতে পারবেন।
৪. মেসেজে ফেসবুকের মতো করেই ইম✅োজি দিয়ে রিঅ্যাকশন দিতে পারবেন।