ধরুন বিশেষ বন্ধুর সঙ্গে অনেকক্ষণ চ্যাট করছেন। আর সেই সময়ে পরিবারের অতি-কৌতূহলী আত্মীয়া বারবার জিজ্ঞেস করে চলেছেন 'কীরে, এতক্ষণ অনলাইন, কার সঙ্গে গল্প করছিস?'রিলেট করতে পারছেন? আজ্ঞে হ্যাঁ, আপনি একা নন, অনেকেই এই চাপের পরিস্থিতিতে পড়েন। কোনও মতে ইগনোর করে কাটাতে হয়। তবে, আর সেসব করার প্রয়োজন নেই। এবার থেকে অফলাইন থেকেও করতে পারবেন চ্যাট।কীভাবে? জানুন সহজ ট্রিক:>>> এর জন্য আপনার ডিফল্ট নোটিফিকেশনে যে হোয়াটসঅ্যাপের মেসেজ আসে, সেটি অন থাকতে হবে। >>> সাধারণত বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে সেই নোটিফিকেশনের পাশেই একটি ছোট অ্যারো থাকে। তাতে টাচ করলেই রিপ্লাইয়ের অপশন পাবেন।>>> সেখান থেকে রিপ্লাই করলেই সরাসরি মেসেজ চলে যাবে। এদিকে একবারও অন-ও হবেন না। লাস্ট সিন-ও বদল হবে না।রয়েছে আরও একটি উপায় :>>> প্রথমেই ডেটা কানেকশান বা ওয়াই-ফাই বন্ধ করুন।>>> এরপর হোয়াটসঅ্যাপ খুলে রিপ্লাই করুন সাধারণভাবেই।>>> এবার হোয়াটসঅ্যাপ বন্ধ করে হোমে ফিরে আসুন। ক্লিয়ার অল করে নিন।>>> সব শেষে ডেটা কানেকশান বা ওয়াই ফাই আবার অন করুন।>>> এভাবে অনলাইন না হয়েও মেসেজ পাঠানো যাবে। লাস্ট সিনেও হেরফের হবে না।