বৃহস্পতিবার ভারতে লঞ্চ হল Xiaomi 11i হাইপারচার্জ 5G এবং Xiaomi 11i 5G। দুটি স্মার্টফোনের মূল ফিচারগুলি প্রায় একই। পার্থক্যে খালি চার্জিংয়ের গতিতে। Xiaomi 11i হাইপারচার্জ 5G-তে 120W ফাস্ট চার্জিং রয়েছে। শাওমি এটিকে ‘ভারতের দ্রুততম চার্জিং স্মার্টফোন’ বলে দাবি করছে। সাধারণ স্পেকের Xiaomi 11i-তে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।Xiaomi 11i হাইপারচার্জে 5G 1080x2400 পিক্সেল রেজোলিউশন সহ একটি ৬.৬৭-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে আছে। AMOLED ডিসপ্লে ১২০Hz রিফ্রেশ রেট দেবে। স্মার্টফোনটি Android 11-এ চালিত।Xiaomi 11i হাইপারচার্জ 5G ১২৮GB স্টোরেজের অপশনের পাবেন। সেই সঙ্গে মাইক্রোএসডি কার্ড লাগানোর অপশনও পাবেন।Xiaomi 11i হাইপারচার্জ 5G-তে ১০৮MP মেইন সেন্সর, ৮MP আল্ট্রা-ওয়াইড শ্যুটার এবং ২MP ম্যাক্রো শুটার-সহ একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফির জন্য আছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। Xiaomi 11i হাইপারচার্জ 5G-তে anocta-core MediaTek Dimensity 920 প্রসেসর আছে। ৬GB/৮GB RAM-এর অপশন পাবেন।আগেই বলা হয়েছে Xiaomi 11i হাইপারচার্জে ১২০W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। একটি ৪,৫০০ mAh ব্যাটারি। শাওমির দাবি, মাত্র ১৫ মিনিটেই স্মার্টফোনটি ০ থেকে ১০০% চার্জ হয়ে যাবে। Xiaomi 11i হাইপারচার্জ 5G-র দামভারতে Xiaomi 11i হাইপারচার্জ 5G-র বেস 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা।স্মার্টফোনটি একটি 8GB + 128GB ভেরিয়েন্টের দাম ২৮,৯৯৯ টাকা।ভারতে Xiaomi 11i হাইপারচার্জ 5G এবং Xiaomi 11i 5G আগামী ১২ জানুয়ারি বাজারে আসবে৷ উভয় স্মার্টফোনই Flipkart, Mi.com, Mi হোম স্টোর এবং অফলাইন রিটেল দোকানে পাওয়া যাবে।