Ju b
সেরা খবর
সেরা ভিডিয়ো
অনন্ত-রাধিকার সংগীতে পারফর্ম গানের সময় এদিন জাস্টিন পরেছিলেন সাদা স্যান্ডো গেঞ্জি, তার উপরে চাপিয়েছিলেন জ্যাকেট। যদিও পরে জ্যাকেটটি খুলে🙈 ফেলেন। সঙ্গে পরেছিলেন প্যান্ট, বুট এবং একটা টুপি। এদিন পপ তারকা তাঁর ‘লাভ ইয়োরসেল্ফ’, 'পীচস', ‘হোয়্যার আর ইউ নাউ’ এবং ‘নো ব্রেইনার’ সহ আরও বেশ কয়েকটি গান। এদিন জাস্টিনের পারফরম্যান্স ঘিরে উপস্থিত অতিথিদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এরই মাঝে জাস্টিন যখন পারফর্ম করছিলেন, সেসময় হঠাৎই মঞ্চে উঠে যান ওরি ওরফে ওরফে ওরহান আওয়াত্রামানি, জাস্টিনের সঙ্গে মঞ্চে যোগ দিয়ে তিনিও গাইতে শুরু করেন। যা দেখে নেটপাড়া কটাক্ষ করে বলছে, ‘সর্ব ঘটে কাঁঠালি কলা’। __________________________________________________________________ ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন: //www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন: //twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন: //www.instagram.com/htbangla/?hl=en
সেরা ছবি
- ডিভোর্সি মুসলিম মহিলাদের খোরপোষ চাওয়া নিয়ে একটি মামলার পরিপ্রেক্ষিতে সার্বিক ভাবে একটি বড় পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিভি নাগরত্না বললেন, স্ত্রী গৃহবধূ হলে, তাঁর সঙ্গে একজন পুরুষের জয়েন্ট অ্যাকাউন্ট থাকা উচিত। শুধু তাই নয়, স্ত্রীর হাতে এটিএম কার্ডও দেওয়া উচিত।