Lav agarwal
সেরা খবর
সেরা ভিডিয়ো
Personal protective equipment (PPE) অনেক স্বাস্থ্যকর্মী পাচ্ছেন না, এমন অভিযোগ উঠছে। কিন্তু করোনার বিরুদ্ধে লড়াইয়ে PPE-এর কমꦫতি নেই বলেই স্বাস্থ্যমন্ত্রকের সূত্রে আশ্বাস দেওয়া হয়েছে।
যুগ্মসচিব লব আগরওয়াল বলেন যে পর্যাপ্ত স্টক আছে। ২♋০টি সংস্থা বানাচ্ছে PPE. ১.৭ কোটি PPE-র অর্ডার দেওয়া হয়েছে। তবে প্রয়োজন বুঝে PPE ব্যবহার করা উচিত বলে জানিয়েছে লব। তিনি বলেন কতটা ঝুঁকি সেটি বিচার করে PPE ব্যবহার করা উচিত।
এমার্জেন্সি, সমাধিস্থল, ল্যাবে পিপিপি-র সব অংশ যেমন মাস্ক, কভারঅল, বুট, গগলস, গ্লাভস ব্যবহার করা দরকার। এছাড়াও আছে কম ঝুঁকিপূর্ণ অঞ্চল ও মধ্য ঝুঁকিপূর্ণ অঞ্চল। সেখানে প্রয়োজন অনুসারে ব্যবহার করা উচিত বলেই জানান লব আগরওয়াল। দিনে চারটি মাস্কও ব্যবহার করা যায় আবার একটা✅তেও কাজ চলে যেতে পারে, উদাহরণস্বরূপ বলেন তিনি। এছাড়াও ৪৯,০০০ ভেন্টিলেটর অর্ডার দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রকের কর্তা।