বাংলা নিউজ > বিষয় > Mers
Mers
সেরা খবর
সেরা ভিডিয়ো
তাহলে কী মিলল করোনার ওষুধ? আমেরিকায় Remdesivir ড্রাগ ব্যবহার করে বেশ কিছুটা লাভ মিলেছে করোনা চিকিত্সায়। মার্কিন সরকারের দ্বারা করা ট্রায়ালে ১০৬৩ জনের ওপর এই ড্রাগ প্রয়োগ করা হয়েℱছিল। মার্কিন ফার্মা সংস্থা Gilead Sciences এই ওষুধ বানিয়েছে। এটি সমস্ত RNA ভাইরাসের বিরুদ্ধে কাজ করার জন্য প্রস্তুত করা হলেও সাফল্য আসেনি। তারপর সমস্ত রকমের করোনাভাইরাসে এটি কতটা কাজ দিতে পারে, সেটি দেখা হয়। জানা যাচ্ছে, ৩০ শতাংশ কম রোগীকে ভেন্টিলেটরে দিতে হচ্ছে এই ওষুধ ব্যবহার করার পর। বিষদে জানতে ভিডিওটি দেখুন।
সেরা ছবি
- বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, অল এইন এলাকায় গত মাসেই মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কিত যাঁরা রয়েছেন, সেই ১০৮ জনের টেস্টিংয়ের পর কোনও সেকেন্ডারি সংক্রমণ দেখা যায়নি।